E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগ

২০২৪ ডিসেম্বর ২৪ ১৮:৫১:৩৩
নড়াইলে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার সরেজমিনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, সরকারি নীতিমালা উপেক্ষা করে টিসিবির ডিলার মেসার্স ফকির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনিসুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব নুরুল ইসলাম এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বরগণ পরস্পর যোগসাজশে বেআইনিভাবে যত্রতত্রভাবে টিসিবির পণ্য বিতরণ করছেন।

সরকারি নিয়ম অনুযায়ী টিসিবির পণ্য বিতরণকালে নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, দিঘলিয়া ইউনিয়নের ১২০৩ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে ৬০১৫ কেজি চাল ও ২৪০৬ কেজি ডাল বিতরনের কথা রয়েছে।

কিন্তু দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. নুরুল ইসলাম ও সংশ্লিষ্ট ডিলার আনিসুর রহমান পরস্পর যোগসাজশে সমুদয় চাল ও ডাল নিম্ন আয়ের মানুষজনদের মধ্যে বিতরণ না করে মেম্বরদের মধ্যে বন্টন করা হয়েছে, যা বিধি সম্মত নয়।

মেম্বরগন উক্ত চাল ও ডাল ভ্যানযোগে স্ব স্ব ওয়ার্ডে নিয়ে মেম্বরদের পছন্দের মানুষদের মাঝে বিতরণ করছেন। এতে করে, অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষেরা টিসিবির পণ্য সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে নিন্ম ও অসচ্ছল মানুষের ক্ষোভের শেষ নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নিম্ন আয়ের মানুষ ও অসচ্ছল ব্যক্তি অভিযোগ করে বলেন, টিসিবির পণ্য নেয়ার জন্য ভোটার আইডি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও টিসিবির পণ্য পাই নাই।

এসব মানুষেরা আরও বলেন, সংশ্লিষ্ট মেম্বররা ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য তুলে নিয়ে নিজ এলাকায় গিয়ে তাদের পছন্দের মানুষদের মাঝে পণ্য বিতরণ করছেন।

জনপ্রতি ৫ কেজি করে চাল ও ২ কেজি করে ডাল বিতরণের নিয়ম থাকলেও উপকারভোগী মানুষেরা পাচ্ছেন সাড়ে ৪ কেজি চাল ও ১ কেজি ৯শ' গ্রাম ডাল। এ নিয়েও ক্ষোভের অন্ত নেই। তাছাড়া ভোটার আইডি কার্ড ছাড়াই অনেকে টিসিবির পণ্য সামগ্রী তুলে নিয়ে যাচ্ছেন। এসব দেখার জন্য কোন কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না।

এ ব্যাপারে সংশ্লিষ্ট টিসিবির ডিলার মেসার্স ফকির এন্টারপ্রাইজের মালিক আনিসুর রহমান ফকির বলেন, 'ওই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য সামগ্রী দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব নূরুল ইসলাম ও সংশ্লিষ্ট মেম্বরদের উপস্থিতিতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব নূরুল ইসলামের সাথে কথা বলার জন্য বারংবার চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলে গা ঢাকা দেন।

দিঘলিয়া ইউনিয়নের 'ট্যাগ অফিসার ' ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা বলেন, ' আজ দিঘলিয়া ইউনিয়নে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হবে-তা আমাকে কেউই জানান নাই।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ এর মোবাইল ফোনে বারংবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

(আরএম/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test