E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাটোরে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত

২০২৪ ডিসেম্বর ২৫ ১৭:৪৩:৩৯
নাটোরে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত

অমর ডি কস্তা, নাটোর : নাটোরের খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে উৎসবমুখ পরিবেশে বড়দিন পালিত হয়েছে। জেলার সবচেয়ে বেশী সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসবাস বড়াইগ্রাম উপজেলায়। এ উপজেলার ৬টি ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত হয়েছে। 

২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিনটি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন হিসেবে পালন করা হয়। এ উপলক্ষ্যে জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়া লুর্দের রানী মা মারীয়া গির্জায় সকাল সোয়া ৭টা ও ৯টায় বড়দিনের বিশেষ খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।

এই খ্রিস্টযাগ পরিচালনা করেন পাল—পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সহকারী পাল—পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ ও ফাদার পিউস গমেজ। খ্রিস্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. আব্দুল কাদের মিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এম লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী সদস্য সচিব রফিক সরদার, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমান সহ বিভিন্ন সুধীজন। পরে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইভাবে উপজেলার বোর্ণী, রাজাপুর, মানগাছা, ভবানীপুর, কুমরুল ধর্মপল্লীতে আনন্দ মুখর পরিবেশে বড়দিন পালন করে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, প্রতিটি ধর্মপল্লীর গির্জায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়োজিত ছিলো। খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে বড়দিন পালন করেছে।

(এডিকে/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test