E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে ইয়াবাসহ মাদক কারবারী আটক

২০২৪ ডিসেম্বর ২৭ ১৪:৪২:২৭
ময়মনসিংহে ইয়াবাসহ মাদক কারবারী আটক

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদের চৌকস বুদ্ধিমত্তায় আসামীসহ এক হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রির চার হাজার টাকাসহ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন নান্দাইল থানার  অফিসার ইনচার্জ মোঃ ফরিদ আহমেদ।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ এর ভিত্তিতে ৪ নং চন্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি বাজারস্থ স্কুল মাঠে মাদক বিক্রির জন্য কিছু মাদক ব্যবসায়ী একত্রিত হচ্ছে, এই সংবাদের ভিত্তিতে ওসি ফরিদ আহমেদ সঙ্গীয় ফোর্স পুলিশসহ অবস্থান নেয়। এমতাবস্থায় মাদকবিক্রেতারা টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেপুলিশ মোঃ ইব্রাহিম খানকে এক হাজার পিস ইয়াবা ও নগদ ৪ হাজার টাকাসহ গ্রেফতার করেন। আসামীকে মাদক মামলায় ময়মনসিংহ বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে প্রেরণ করা হয়।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ যোগদানের পরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাদক নির্মূলে একের পর এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও মাদক উদ্ধারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, যেখানেই মাদক ব্যবসায়ী সেখানেই আমার প্রতিরোধ, কোনো ছাড় নয়। জানা যায় তিনি নান্দাইল থানায় যোগদানের পরে বড় বড় মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

(এনআরকে/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test