E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে জাবালে নূর ফাউন্ডেশনের কম্বল বিতরণ 

২০২৫ জানুয়ারি ০৪ ১৭:১৩:০৯
ফুলপুরে জাবালে নূর ফাউন্ডেশনের কম্বল বিতরণ 

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে শীতবস্ত্র বিতরণ করেছে জাবালে নূর ফাউন্ডেশন নামক একটি সেচ্ছাসেবী সংগঠন। 

গতকাল শুক্রবার বিকালে উপজেলার কাতুলী গ্রামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আলমগীর হোসেন বলেন, সংগঠনের পক্ষ হতে প্রায় ১ হাজার জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ফুলপুর ও তারাকান্দার ২০টি ইউনিয়নেই আমাদের কার্যক্রম চলমান আছে। জনকল্যাণে সংগঠনের অনেক পরিকল্পনা রয়েছে।

এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান আকন্দসহ আরেকটি সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফাউন্ডেশনটি নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের জন্য ইতিমধ্যেই সর্বমহলের প্রশংসা কুড়িয়েছে।

(এসআই/এসপি/জানুয়ারি ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test