E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নোয়াখালী শিরীন গার্ডেনে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের প্রবেশ উন্মুক্ত

২০২৫ জানুয়ারি ১৬ ১৫:৫৭:০৭
নোয়াখালী শিরীন গার্ডেনে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের প্রবেশ উন্মুক্ত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী :  শিরীন গার্ডেনের স্বত্তাধিকারী সিদ্দিকী নাছির উদ্দীন বলেন, আনন্দ- বিনোদন ছাড়া মানুষ পৃথিবীতে বাঁচতে পারেনা। মানুষের আনন্দ-বিনোদনের জন্য এখানে শিরীন গার্ডেন করা হয়েছে। নোয়াখালীর মানুষ আনন্দ বিনোদনের জন্য আর কোথাও যেতে হবে না।

১৩ জানুয়ারি রাত সাড়ে ৯টা সময় তেঁতুলতলা বাজারে অবস্থিত নোয়াখালী কবির হাট উপজেলা অন্যতম বিনোদন কেন্দ্র শিরীন গার্ডেনের কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে নৈশভোজ ও আলোচনা সভায় শিরীন গার্ডেনের কতৃপক্ষ বলেন আমাদের এখানে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য প্রবেশে কোন প্রকার টিকেট লাগবে না।

নাছির উদ্দীন বলেন, মানুষের জন্য কিছু করার চিন্তা করে আমি এখানে শিরীন গার্ডেন নামক একটি পার্ক নির্মাণের উদ্যোগ ফ্রি গ্রহন করি। এখানে দেখার মত এবং আনন্দ বিনোদনের জন্য অনেক কিছু রয়েছে । আমার এখানে একটি শহীদ হল" নামে কমিউনিটি সেন্টার চালু করা হয়েছে। এখানে কোন অনুষ্ঠান করতে কোন প্রকার ভাড়া দিতে হবে না। শুধুমাত্র প্রবেশ টিকিটের মূল্য দিতে হবে।

এখানে অনুষ্ঠান করতে বাহির থেকে কোন কিছুই আনতে হবেনা। ডেকোরেশন থেকে শুরু করে হাড়ি-পাতিল, বাবুর্চি, গরু জবাই স্থান এবং রান্না করার স্থান অত্যাধুনিকভাবে আমি তৈরি করে রেখেছি।

সিদ্দিকী নাছির উদ্দীন বলেন, এই শিরীন গার্ডেনে আমি অতি দ্রুত আরো কিছু সেবা নিয়ে আসবো। যাতে থাকবে একটি মসজিদ, একটি আন্তর্জাতিক মানের লাইব্রেরি। যে লাইব্রেরিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিশু-কিশোররা এসে পড়ালেখা করতে পারবে। এতে কোন টাকা-পয়সা দিতে হবে না। এখানে থাকবে অভিজ্ঞ শিক্ষক'সহ সার্বক্ষণিক বিদ্যুৎ সার্ভিস ও এসির ব্যবস্থা।

দূর-দুরান্ত থেকে যারা আসেবেন তাদের থাকার জন্য (রাত্রি যাপন) অত্যাধুনিক কয়েকটি কটেজ নির্মাণ করা হয়েছে। এতে থাকা, খাওয়া ও বিনোদনের জন্য সুব্যবস্থা রয়েছে। এখানে ফ্যামিলি সুইমিং ফুল ও কমন সুইমিং ফুল করা হবে। এই শিরীন গার্ডেনে ৭০ বছরের উপরে বৃদ্ধ ও প্রতিবন্ধী এবং সাংবাদিক ও পুলিশ প্রবেশ করতে কোন টিকেট লাগবেনা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, আমি এই শিরীন গার্ডেনে এসে খুবই আনন্দ পেয়েছি। ঘুরে-ঘুরে আমি অনেক কিছু দেখে আমি অবাক হলাম এই অজোপাড়া গ্রামে এত সুন্দর একটা বিনোদন পার্ক তৈরি হয়েছে এবং শিরীন গার্ডেনের মালিক সিদ্দিকী
নাছির উদ্দীনের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে।

আমি বিশ্বাস করি তাঁর সকল পরিকল্পনা শেষ হওয়ার পর নোয়াখালীর শ্রেষ্ঠতম বিনোদন কেন্দ্র হিসেবে স্থান পাবে এই শিরীন গার্ডেন। তিনি শিরীন গার্ডেনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, মানব জমিন পত্রিকা কবির হাট উপজেলা প্রতিনিধি জহিরুল হক জহির, মো. হাসান রবিন, মোঃ আব্দুল্যাহ, মো. সেলিম, মোঃ নজরুল ইসলাম সাপ্তাহিক সমকাল বার্তার মোঃ আবদুল্লা আল ফারুক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

(আইইউএস/এএস/জানুয়ারি ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test