E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

২০২৫ জানুয়ারি ১৬ ১৯:৪৪:২৭
রাজবাড়ীতে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার ডাউকি তালতলা বাজার ও পুলিশ লাইন্স বিসিক সড়ক এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪৫ ধারার লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জানা গেছে, ইনসাফ জেনারেল স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ২ হাজার টাকা, মেসার্স এন এস ট্রেডার্সকে একই অপরাধে ৩ হাজার টাকা এবং মেসার্স ফয়সাল ফার্মেসিকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা এবং পুলিশ লাইন্সের এএসআই মোঃ শাহাদাৎ হোসেন অংশ নেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজারে ন্যায্যমূল্য এবং পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

(একে/এসপি/জানুয়ারি ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test