বিদ্যালয় ঘিরে অভিযোগের পাহাড়
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়ম-দুর্নীতির আখড়া হিসেবে পরিণত হয়েছে। এসবের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ জমা পড়লেও আমলে নেননি উর্ধ্বতন কর্তৃপক্ষ। সম্প্রতি শিশু শ্রেণী সজ্জিতকরণ বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষিকা দিলরুবা আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছদরুল আলমের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নে অবস্থিত পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৈরী হয় নতুন ভবন। এর আগে বিদ্যালয়ের একটি পুরাতন ভবনেই চলত শিক্ষার্থীদের পাঠদান। লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, শিশু শ্রেণীকক্ষে সজ্জিতকরণের নির্দেশনা থাকলেও ক্ষমতার দাপটে সেটাকে তোয়াক্কা না করে বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছেন স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা দিলরুবা আক্তারসহ কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী।
সরেজমিনে ওই স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলটিতে সজ্জিতকরনের কোন চিহ্ন নেই। একেবারেই সাদামাঠা শ্রেনীকক্ষের মধ্যেই চলছে ক্লাস। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছর স্কুলের শিক্ষার মান উন্নয়নে সরকার বরাদ্দ দিচ্ছে। তার মধ্যে শিশু শ্রেনী সজ্জিত উপকরণ বাবদ বিশ হাজার টাকা সরকার দিয়ে থাকেন।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জানান, গত অর্থ বছরে বিদ্যালয়ের শিশু শ্রেণী সজ্জিতকরন করার জন্য প্রতিবছর বরাদ্ধ আসে দশ হাজার টাকা। সেই হিসেবে গত দুইবারের বরাদ্দ বিশ হাজার টাকা। করোনাকালীন সময় থেকে এ পর্যন্ত বরাদ্ধকৃত টাকার কিছুই করা হয়নি। এ বাবদ কত টাকা আসে আর কোন খাতে খরচ হয় সেটা সাবেক প্রধান শিক্ষকই বলতে পারেন।
এ বিষয়ে একাধিক শিক্ষক বলেন, বরাদ্দের টাকা কবে আসে আর সাবেক প্রধান শিক্ষিকা দিলরুবা আক্তার কি করেছেন সে বিষয়ে তিনিই ভাল বলতে পারবেন। স্কুলে আগে একটা পুরাতন বিল্ডিং ছিল সেখানে একটা রুমের মধ্যে শিশু ও তৃতীয় শ্রেনীর ক্লাস করা হতো। সেখানে শ্রেণী সজ্জিত করনের উপকরন ক্রয় করার প্রশ্নই আসে না। তবে মহামারী করোনার আগে একবার সামান্য কিছু রং ডাস্টার সহ কিছু কিনতে দেখেছিলাম। স্কুলে সরকারী টাকা যা আসে সব তার একাউন্টেই আসে।
স্কুলের সাবেক সহকারী শিক্ষিকা আছমা খাতুন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগে জানান, প্রধান শিক্ষিকা দিলরুবা ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ছদরুলের যোগসাজশে অনেক অর্থকড়ি নয় ছয় হয়েছে। তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমিসহ অবিভাবকরা লিখিত অভিযোগ দিলেও কোন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বরং অভিযোগকারীদের সাথে অপমানজনক আচরণ করে তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছে। যার আজ পর্যন্ত সুরাহা হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব আল মাহমুদ বলেন, আমি এর আগেও এই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। প্রধান শিক্ষিকা বদলিজনিত কারনে বর্তমানে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছি। অর্থ বরাদ্দের এ সমস্ত টাকা তছরুপ করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহনের পরে কোন বরাদ্দ পায়নি। আর সাবেক হেড ম্যাডামের ব্যাপারে বিগত দিনে ব্যাপক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বেশ অনেকবার এলাকাবাসী সহকারী শিক্ষকসহ অভিভাবকদের অনেকেই বসাবসি ও শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিলেও কোন ফল হয়নি। তখন আমরা সহকারী শিক্ষকগন তার ভয়ে কেউ কথা বলতে পারতাম না।
নাম প্রকাশ না করার শর্তে ওই স্কুলের আরো একাধিক শিক্ষক বলেন, প্রধান শিক্ষিকা দিলরুবাকে রক্ষা করতে তড়িঘড়ি করে অন্যত্র বদলি করা হয়েছে। এছাড়া তার সকল অনিয়ম দুর্নীতির তদন্ত ধামাচাপা দেয়া হয়েছে।
বিদ্যালয়ের মাঠে বেশ কিছু ছাত্র-ছাত্রীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানায়, বিদ্যালয়ের শিশু শ্রেণী সজ্জিতের কোন কিছু তারা দেখেনি।
কয়েকজন স্থানীয় অভিভাবকদের কাছে জানতে চাইলে তারা বলেন, সাবেক প্রধান শিক্ষিকার খুটির জোরের অভাব নেই। স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় ধরাকে শরা মনে করে এসব দুর্নীতি সহজেই করে গেছেন। তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। স্কুলের পুরাতন ভবনের গোডাউনে প্রচুর পুরাতন আসবাবপত্র ছিল, সেসব মালামাল পিয়ন রবিউলের সহযোগিতা ও শিক্ষা অফিসের অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রধান শিক্ষিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিক্রি করে দেন। এসব বিষয়েও আমরা টিও অফিসে লিখিত অভিযোগ দিয়েও সঠিক তদন্তের অভাবে আলোর মুখ দেখেনি। তারা আরো বলেন, আমরা শুনি বরাদ্ধ আসে, কিন্তু কোন কাজ করতে দেখিনা। প্রধান শিক্ষিকা মাঝে মাঝে অফিসের কাজের কথা বলে চলে যেতেন, তারা আক্ষেপ করে বলেন, বলে লাভ নাই, যাদের দেখার দায়িত্ব তারাইতো দেখে না। টিও অফিসকে ম্যানেজ করেই হেড ম্যাডাম এধরনের দুর্নীতি করে গেছেন।
এ ব্যাপারে সাবেক প্রধান শিক্ষিকা দিলরুবা আক্তার জানান, বরাদ্দের টাকা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছদরুল আলমের নিকট গচ্ছিত থাকলেও কি কারণে তিনি লুকাচ্ছেন বিষয়টি বলতে পারছি না। এছাড়া অন্যান্য অভিযোগের তদন্ত চলমান আছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ছদরুল আলম জানান, সহকারি শিক্ষিকা আছমা খাতুনের অভিযোগ তদন্ত করে জেলায় পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ জানা নেই।
জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা জানান, সংশ্লিষ্ট অভিযোগ যথাযথভাবে তদন্ত না হওয়ায় উক্ত ফাইল পুনরায় তদন্তের জন্য ফেরত পাঠানো হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার বিষয়টি ভালো বলতে পারবেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহীন আক্তার বলেন, পাইকপাড়া স্কুল সংক্রান্ত পূর্বে প্রকাশিত খবর এবং আছমা খাতুনের অভিযোগ তদন্ত করে জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা করা হয়েছে। তবে, অভিযোগের সত্যতা মিলেছে কিনা এ ব্যাপারে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
(এসআই/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- 'মিত্র বাহিনীর কর্মকর্তারা পুরো পাকবাহিনীকে আত্মসমর্পনের নির্দেশ দেন'
- এলজিইডির উন্নয়ন কাজে বদলে গেছে গ্রামীণ জনপদ
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- হিলি বন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু, কমেছে দাম
- বালিয়াকান্দিতে শিশু ধর্ষণের অভিযোগে চা-দোকানী গ্রেফতার
- মুক্তিপণের দাবিতে সুন্দরবনে কর্মরত থেকে ৭ জেলেকে অপহরণ
- তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটে ভিক্ষক পরিবারকে টিনসেড ঘর উপহার
- দিনাজপুরে হাসপাতালে ফেলে যাওয়া সেই শিশুটি স্থান পেলো এক নিঃসন্তান দম্পতির কাছে
- রাজবাড়ীতে আমন ধানের ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ কৃষক
- দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রি, তদন্তে কমিটি
- যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা মুক্ত দিবস পালিত
- সুন্দরবন থেকে ট্রলারসহ ৭ জেলে আটক
- সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
- কমিটি গঠনের ৬ দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
- শীতের তীব্রতায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের
- নগরকান্দায় ধর্মীয় অনুভূতি অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ
- ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
- ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা
- কবিরহাটে রোহান দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- পাংশায় মুক্তিযোদ্ধাদের কববের জন্য নির্ধারিত স্থানের আগুন
- চলচ্চিত্র উৎসবের নারী নির্মাতা বিভাগে বিচারক আফসানা মিমি
- আমিরাতের লিগে অভিষেকে উজ্জ্বল মোস্তাফিজ
- ‘বিএনপি সবসময়ই প্রতিশ্রুতিশীল রাজনীতিতে বিশ্বাসী’
- নড়াইলে পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
- বিবস্ত্র করে মারপিট, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
-1.gif)








