E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে মেধা বৃত্তি পেল ৬০ শিক্ষার্থী

২০২৫ জানুয়ারি ২৫ ১৬:৫২:০৪
গোপালগঞ্জে মেধা বৃত্তি পেল ৬০ শিক্ষার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি দেওয়া হয়েছে।

শনিবার মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের ডিডি মোঃ হারুন অর রশীদ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা.মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপাতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন ও বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরঞ্জন পাল প্রমূখ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, শিক্ষা বিস্তার ও গুনগত মান নিশ্চিত করতে জেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহনে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।এ পরীক্ষায় ৬০ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

প্রথমস্থান অধিকারীদের প্রত্যেকে ৮ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীদের ৬ হাজার টাকা করে এবং তৃতীয় স্থান অধিকারীদের ৫ হাজার ও অন্যান্য স্থান অধিকারীদের হাতে অন্ততঃ ৩ হাজার টাকা করে তুলে দেন অতিথিরা।এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে মেধা স্মারক,ফুল ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।

(এমএস/এএস/জানুয়ারি ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test