E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে বৈষম্যমুক্ত সমাজ গঠনে সাংস্কৃতিক সমাবেশ

২০২৫ জানুয়ারি ২৬ ১৪:১৮:০৮
সুবর্ণচরে বৈষম্যমুক্ত সমাজ গঠনে সাংস্কৃতিক সমাবেশ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে বাল্যবিয়ে ও যৌনহয়রানী প্রতিরোধে বৈষম্য মুক্ত সমাজ গড়ি স্লোগানে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের সার্বিক সহযোগিতায় (রবিবার) বেলা ১২ টায় চর জুবিলী ইউনিয়নের পাংখার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে চরজব্বর অঞ্চলের কিশোর-কিশোরীরা।

কিশোরী নাছিমা আক্তার ও কিশোর রাকিব হোসেনের সঞ্চালনায় এবং কিশোরী উর্মি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিজেরা করি, চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এনআরডিএস কর্মকর্তা মনোয়ারা আক্তার মিনু, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন বাবুল।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কিশোরী শারমিন আক্তার, কিশোর তন্ময় রায়, ভুমিহীন নেতা আবুল কালাম মাস্টার, ভুমিহীন নেতা মোস্তফা কারী, জাহানারা বেগম, আবুল কালাম মেকার, ফাতেমা বেগম, নিজাম উদ্দিন মাস্টার, আবুল হাসেম বুলু, আবুল বাসার, হাফেজ আহম্মদ, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাল্য বিবাহ রোধে সবাইকে সোচ্চার হতে হবে, মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, বৈষম্য কারো জন্য কাম্য নয় প্রতিটি ক্ষেত্রে বৈষম্য রুখে দিতে হবে, সকলের সহবস্থান এবং সমান অধিকার নিশ্চিত করতে হবে তাহলেই সুন্দর এবং শান্তি প্রিয় সমাজ গড়া সম্বব হবে।

(আইইউএস/এএস/জানুয়ারি ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test