E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদকমুক্ত রাজবাড়ী গড়ার প্রত্যয়ে সাইকেল রোড শো অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ২৬ ১৭:১৮:১৩
মাদকমুক্ত রাজবাড়ী গড়ার প্রত্যয়ে সাইকেল রোড শো অনুষ্ঠিত

একে আজাদ, রাজবাড়ী : এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই" এই স্লোগান ধারণ করে তরুণ প্রজন্মকে মাদকের প্রভাব থেকে দূরে রাখতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে রাজবাড়ীতে তারুণ্য উৎসব উপলক্ষে সাইকেল রোড শো অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মাদকমুক্ত রাজবাড়ী গড়ার লক্ষ্যে সাইকেল রোড শো এর উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। এরপর সাইকেল রোড শো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন সারা দেশে পরিবর্তনের পথ দেখিয়েছে। তরুণরা সব ঐতিহাসিক ঘটনার নেতৃত্ব দিয়েছে। এ ধরনের উদ্যোগ তাদের মাদকমুক্ত জীবন গঠনে সহায়ক হবে এবং সমাজের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তিনি তরুনদের কে বলেন মাদকের বিরুদ্ধে আরো জনসচেনতা বৃদ্ধি করতে হবে।

এ সাইকেল রোড শোতে রাজবাড়ীর তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এই কার্যক্রম মাদকমুক্ত সমাজ গঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন আয়োজকরা।

এছাড়াও এ আয়োজনে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) শরীফ আল রাজীব, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

(একে/এএস/জানুয়ারি ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test