E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘রাজৈর-মাদারীপুরে বিএনপি করা মানে হাতির সাথে পিঁপড়ার  লড়াই’

২০২৫ জানুয়ারি ২৭ ১৬:৪৯:২০
‘রাজৈর-মাদারীপুরে বিএনপি করা মানে হাতির সাথে পিঁপড়ার  লড়াই’

বিপুল কুমার দাস, রাজৈর : রাজৈর-মাদারীপুরে বিএনপি করা মানে হাতির সাথে পিঁপড়ার লড়াই। শেখ হাসিনার রোষানলে পরে একটি মা বোন, ভাই বোনও কেউ কথা বলতে পারে নাই, কারো কোন বাক স্বাধীনতা ছিলো না। কেন্দ্রীয় ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক মো. হিমেল আল ইমরান এ মন্তব্য করেছেন।

তিনি আরোও বলেন, এটা আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানেন, এই রাজৈর, মাদারীপুর একটি আওয়ামী লীগ অধ্যুশিত এলাকা, এখানে বিএনপি করা মানে হাতির সাথে পিপড়ার লড়াই, সেই লড়াইয়ে কিন্তুু আমরা মাঠ ছেড়ে যায়নি, কেউ বলতে পারবে না।

তিনি বলেন, ইদানিং দেখা যাচ্ছে অনেকেই সেই মাঠ দখলে ব্যস্ত, কিন্তুু শহীদ জিয়ার আর্দশকে ধারন করতে কেউ ব্যস্ত নয়, আমরা চাই, শহীদ জিয়ার আর্দশে সেই বাংলার রাখাল রাজা, বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা জনাব জিয়াউর রহমান, যে প্রচেষ্টা চালিয়ে গেছে, সেই খাল খনন, সেই খাল খননই থেকে গিয়েছে, এখন আমরা নদী খননসহ বিভিন্ন কার্যক্রম আমাদের চালিয়ে যেতে হবে।
এবং দেশের উন্নয়ন আমরা, দেশের মানুষরাই করবো, আমরা কারো তাঁবেদারি করবো না।

গত শনিবার সন্ধায় রাজৈর উপজেলার রাজন্দী দারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এক কম্বল বিতরণ ও আলোচনা সভায় এ কথা বলেন ছাত্রদলের এ নেতা।

৩১ দফা বাস্তবায়নে বদরপাশা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়াড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাখাওয়াত হোসেন নান্নু বেপারী, রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো মানিক মিয়া মানকু, সদস্য সচিব মো সোহেল মাতুব্বর, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো মাইদুল ইসলাম আকন, রাজৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো তরিকুল মাতুব্বর, যুগ্ম আহবায়ক মো ফরিদ হোসাইন, রাজৈর পৌর ছাত্রদলের সদস্য সচিব শোহাগ সরদার ও প্রবাসী মাহফুজ শেখ।

(বিডি/এসপি/জানুয়ারি ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test