E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে জোন পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

২০২৫ জানুয়ারি ২৭ ২২:০৩:৪৪
পঞ্চগড়ে জোন পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২৬ জানুয়ারি থেকে, পঞ্চগড় জেলার ৫ উপজেলার ২০টি ভ্যানুতে শুরু হয়েছে।

২৭ জানুয়ারি সকাল ১১টা শুরু হয়েছে পঞ্চগড় সদর উপজেলার সাবজোন পঞ্চগড় সদর উপজেলার 'ক' জোন কমলাপুর উচ্চ বিদ্যালয়, 'খ'জোন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ইনস্টিটিউট, 'গ' জোন কাজলদিঘী টুনিরহাট উচ্চ বিদ্যালয় ও 'ঘ'জোন জগদল উচ্চ বিদ্যালয়।সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।

মোট ৮টি ইভেন্টের একক ও দ্বৈত বালক ও বালিকা দলের খেলোয়াড়েরা আলাদা আলাদা ভাবে প্রতিযোগিতা করছে।অপরদিকে অ্যাথলেটিক্সে বালক, বালিকাদের আলাদা তিনটি গ্রুপের প্রত্যেক গ্রুপে টি ৮করে মোট ১৬টি ইভেন্ট প্রতিযোগিতা হচ্ছে । সকাল ১১টায় সাবজোন 'গ'কাজলদিঘী টুনিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতার সকল প্রকার দলীয় ইভেন্ট।

খেলার উদ্বোধন করেন সংশ্লিষ্ট জোনের আহবায়ক ও কাজলদিঘী টুনিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রাশেদ আলী শাহ।নিরপেক্ষ ও পরিচ্ছন্নভাবে খেলা পরিচালনায় নেতৃত্ব দেন খামির উদ্দীন প্রধান আলিম মাদ্রাসার সিনিয়র শরীরচর্চা শিক্ষক ও পঞ্চগড় জেলা রেফারি সমিতির অন্যতম ক্রীড়া পরিচালক মো.আতাউর রহমান মঞ্জু।

প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাগড়া দ্বারিকামারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.সোহরাব হোসেন।

কাজলদিঘী টুনিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.নাসির উদ্দীন,নতুন চাকলাহাট উচ্চ বিদ্যালয়ের সহ-শারীরিক শিক্ষক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধানদের প্রেরিত প্রতিনিধিগণ।

(এআর/এএস/জানুয়ারি ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test