E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে সরকারি খাল দখল ও ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ

২০২৫ জানুয়ারি ৩০ ১৫:২২:৪২
রাজবাড়ীতে সরকারি খাল দখল ও ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার রামপুর বিলের মধ্যে তিন ফসলী জমি থেকে মাটি কেটে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। ওই চক্রের জমির মাটি কেটে পুকুর খনন করায় পানি বের না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। প্রতিকার চেয়ে স্থানীয়রা বুধবার (২৯ জানুয়ারি) জেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি) সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে কৃষক লোকমান, রশিদ, আলমগীর ঢালী, আইয়ুব আলী সহ স্থানীয়রা বলেন, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর বিলের জমি ব্যক্তি মালিকানাধীন। তবে একপাশ দিয়ে সরকারী একটি খাল রয়েছে। ওই খাল দিয়ে রামপুর ও কল্যাণপুর বিলের পানি নিষ্কাশন হতো। সাদীপুর গ্রামের মোঃ সিদ্দিক সেখ ও হায়দার আলী সেখ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিলের মাথার সরকারী খাল বন্ধ করে করে ২টি পুকুর খনন করে মাটি ইটভাটায় বিক্রি করে। ফলে রামপুর ও কল্যাণপুর বিলের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।

এ কারণে ওই এলাকার শত শত পরিবারের জমি পানিতে ডুবে ফসল নষ্ট হচ্ছে। ইতিপুর্বে অভিযোগ দায়ের করা হলেও তার সুফল মেলেনি। বর্তমানে তারা ফসলী জমি থেকে মাটি কেটে আবারও ইটভাটায় বিক্রি কার্যক্রম শুরু করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে পুকুর সংস্কারের আবেদন দিয়েই ফসলী জমি কেটে পুকুর তৈরীর কাজ করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সরেজমিন গিয়ে দেখাযায়, ভেকু দিয়ে মাটি কর্তন করা হচ্ছে। চারপাশে ধান রোপনের জন্য জমি প্রস্তুত করা হয়েছে। পাশেই মাটি কেটে চালা তৈরী করছে। ভেকু চালক শাহীন বলেন, মাটি ব্যবসায়ী এনামুল এ জমির মাটি ক্রয় করেছেন। এ কারণে মাটি কাটা হচ্ছে। জমির মালিক মোঃ সিদ্দিক সেখ ও হায়দার আলী সেখকে খোঁজ নিলে স্থানীয়রা বলেন, আপনাদের আগমন দেখে তিনি চলে গেছেন। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান বলেন, একটি অভিযোগের অনুলিপি পেয়েছিলাম। ফসলী জমি থেকে মাটি কর্তনের বিষয়টি সঠিক। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করা হয়েছে।

(একে/এএস/জানুয়ারি ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test