E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসা দিচ্ছে জনতা হাসপাতাল

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ২০:০৫:৩০
যশোরে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসা দিচ্ছে জনতা হাসপাতাল

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর জেল রোডে অবস্থিত জনতা হসপিটাল ও ডায়াগনস্টিক লিমিটেডে জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এই বেসরকারি হসপিটালটি। জার্মান-বাংলাদেশ ক্লেফট প্রজেক্টের সহায়তায় আয়োজিত দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প সোমবার সকালে উদ্বোধন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের চিকিৎসা দিতে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম কাজ করছে। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আল মারকাজুল হাসপাতাল, ঢাকার প্লাস্টিক সার্জন প্রফেসর ডা. কামরুজ্জামান। তাঁর সঙ্গে আছেন জেনারেল সার্জন ডা. মুশফিকুর রহমান এবং অ্যানেসথেসিয়ার বিশেষজ্ঞ প্রফেসর ডা. হাসিনা বেগম।

জনতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রতি তিন মাস পরপর এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে। যেখানে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা সেবা পান।

ফ্রি চিকিৎসা পেয়ে রোগী ও তাঁদের স্বজনরা আনন্দিত। তারা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ধরনের উদ্যোগ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নড়ালই জেলা থেকে আসা রোগীর স্বজন নূর নাহার বলেন, বিনা খরচে আমরা চিকিৎসা সেবা পাচ্ছি। আমাদের মত মানুষদের জন্য এই সেবা অনেক উপকারি।

নতুনহাট এলাকা থেকে দুই সন্তানের চিকিৎসা করাতে আনা আব্দুল মান্নান বলেন, আমরা অনেক খুশি। দুটো সন্তানকে ফ্রিতে চিকিৎসা করাতে পারছি। বাইরে এই চিকিৎসা করার মত পয়সা আমার এখন নেই। হসপিটাল কর্তৃপক্ষকে ফ্রি চিকিৎসা করানোর জন্য ধন্যবাদ জানান তিনি।

জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস আফরোজা ইসলাম বলেন, আমরা গরীব ও অসহায় মানুষের কথা চিন্তা করে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য এই মেডিকেল ক্যাম্প করি। সম্পূর্ণ বিনামূল্যে বছরে ৩ বার ক্যাম্প করা হয়। আমাদের এই কার্যক্রম আগামিতে অব্যাহত থাকবে।

(এসএ/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test