E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় প্রধান শিক্ষককে অসম্মানিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৯:০৬:৩৭
সোনাতলায় প্রধান শিক্ষককে অসম্মানিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়া সোনাতলার পাকুল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবির কে হেনস্থা ও অসম্মানিত করার প্রতিবাদে গত বুধবার রাত ৮টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী। 

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী সামিয়া বলেন, প্রিয় সাংবাদিকবৃন্দ আমরা পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী। "যে বিদ্যালয় বহু বছর ধরে স্ব-গর্বে মাথা উঁচু করে দাড়িয়ে আছে"।

তিনি ভারাক্রান্ত মনে বলেন, প্রাণের এই বিদ্যালয়টি আজ ভালো নাই। কিশোর গ্যাং খ্যাত কিছু নামধারী ছাত্ররা সকলের কাছে প্রিয় ও আমাদের পিতৃতুল্য প্রধান শিক্ষককে হেনস্থা সহ অসম্মানিত করতে বিন্দুমাত্র পিছপা হচ্ছে না। যা শিক্ষার্থীদের হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আক্ষেপ করে বলেন আমরা খুবই ছোট, কমিটিও বুঝিনা,রাজনীতিও বুঝিনা। তবে এটুকু আমরা বুঝতে পারছি নানা ধরনের ষড়যন্ত্রের শিকার আমাদের প্রিয় প্রধান শিক্ষক স্যার। তিনার অস্তিত্ব সংকটের দ্বারপ্রান্তে। এই শিক্ষার্থী গনমাধ্যম কর্মীদের জানান আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সারা দেশের ন্যায় এখানেও কিশোর গ্যাং এর দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। টাকা দিয়ে এদের দ্বারা যা তা করিয়ে নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। আমরা আপনাদের মাধ্যমে তাদের জিজ্ঞেস করছি প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ আপনাদের কে দিলো কেনই বা দিলো? তারা প্রশ্ন রাখেন স্যারের পদত্যাগে আপনাদের লাভ কি? সংবাদ সম্মেলনকারী সাদিয়া আরো বলেন শিক্ষাগুরুর মর্যাদা নামক কবিতা হয়তো আপনারা ভুলে গেছেন। তিনি অনুরোধ করে বলেন না বুঝে তাল মিলাচ্ছেন বা কেউ হয়তো স্রোতে গা ভাসাচ্ছেন তাদের বলছি এসব বন্ধ করুন।

উপস্থিত শিক্ষার্থীদের দাবি স্যারকে অসম্মানিত না করে বিদ্যালয়ে যদি অনিয়ম বা দুর্নীতি হয়েই থাকে তাহলে বিষয়টি দেখবেন এলাকার নেতৃস্থানীয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যে শিক্ষক আমাদের জাতি গঠনের কারিগর তাদের স্নেহের পাশাপাশি শাসনটা ও আমরা বড্ড ভালোবাসি। উপস্থিত শিক্ষার্থীরা সমাজের বিচার-বিশ্লেষক সহ সুধী ও গুণিজনদের দৃষ্টি আকর্ষন করে বলেন আমাদের পাকুল্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরান সেই সাথে ছাত্রছাত্রীদের আন্দোলন ছেড়ে শ্রেণী মুখি করার আহ্বান জানান এই সংবাদ সম্মেলন থেকে।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test