E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিখোঁজের ২ দিন পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৪:৪৫:৫৫
নিখোঁজের ২ দিন পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখোঁজের ২ দিনপর খাল থেকে জেলে বিপুল মন্ডলের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া নামক স্থান থেকে কোটালীপাড়া থানা পুলিশ বিপুলের মরদেহটি উদ্ধার করে। এ সময় জেলে বিপুলের স্ত্রী, সন্তান ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বিপুলের স্ত্রী মণি মন্ডল স্বামীর মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন।

এর আগে এলাকাবাসী কোটালীপাড়া-পয়সারহাট খালের গচাপাড়া নামক স্থানে ভাসমান অবস্থায় জেলে বিপুলের মরদেহ দেখতে পেয়ে কোটালীপাড়া থানায় খবর দেয় ।খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম মিয়া বলেন, বিপুল গত শনিবার রাতে কোটালীপাড়া-পয়সারহাট খালে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি । রোববার সকাল থেকে সন্ধ্যা পর‌্যন্ত খালটিতে ফায়ার সার্ভিসের লোকজন বিপুলের সন্ধানে তল্লাসী চালিয়েও বিপুলকে পাওয়া যায়নি। আজ সোমবার ভোরে মুসল্লীরা নামাজ শেষে বাড়ি ফেরার সময় খালে একটি ভাসমান লাশ দেখতে পায়। এরপর আমরা পুলিশকে খবর দেই।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উদ্ধারকৃত মরদেহটি বিপুলের বলে সনাক্ত করেছে তার পরিবার । বিপুল এর আগে দুই বার স্ট্রোক করেছিল বলে তার পরিবার জানিয়েছে ।ধারণা করা হচ্ছে মাছ ধরতে গিয়ে স্ট্রোক জনিত কারণে পানিতে পড়ে সে মারা যায়। বিপুলের পরিবারের কোন অভিযোগ না থাকার কারণে ময়না তদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পরিবারের একমাত্র উপার্জণক্ষম ব্যক্তি বিপুলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।ওই পরিবারকে সরকারিভাবে সহযোগিতা দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test