E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৯:১৫:৫৯
কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন

রিপন মারমা, রাঙ্গামাটি : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার থেকে কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী তারুণ্যের মেলা। 

মেলায় তারুণ্যের উৎসবের নানা আয়োজনে মধ্যে ছিল বিভিন্ন ইভেন্টের ৩০ টি স্টল স্থাপন করা হয়েছে।কারু শিল্প বিজ্ঞান, বই ও পিঠা উৎসব, কুইজ প্রতিযোগিতা স্টলে নানা রকম হস্তশিল্প, খেলনা, নাগরদোলা, হরেক রকম খাবার সহ বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে।

এদিকে এদিন বেলা সাড়ে ৩ টায় কর্ণফুলি কলেজ মাঠে মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কাপ্তাই উপজেলা যুব দলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, কাপ্তাই উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো ইব্রাহীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কাপ্তাই বিএসপিআই এর শিক্ষার্থী ইমতিয়াজ আফসার চৌধুরী।

এর আগে এদিন বেলা ৩ টায় কাপ্তাই উপজেলা সদর হতে একটি বর্ণাঢ়্য র‍্যাালি বের হয়ে কর্ণফুলি সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

সবশেষ বিকেল ৫ টা হতে রাত ৮ টা অবদি পর্যন্ত কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের একক ও সমবেত গান ও নৃত্য পরিবেশনায় মুগ্ধ রাখেন মেলায় আগত শত শত দর্শক শ্রোতাদের।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test