E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আলফাডাঙ্গার বিস্ফোরক মামলায় বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫   

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:৪৩:০৬
আলফাডাঙ্গার বিস্ফোরক মামলায় বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫   

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

জানা যায়, রোববার (১৬ জানুয়ারি) ডেভিল হান্ট অভিযানে উপজেলার দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্লা (৫৫)কে তাঁর নিজ এলাকা ও বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল কবির আনোয়ার (৫০)কে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ।

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতন হয়। পতনের পরে গত বছরের (১৩ আগস্ট) আলফাডাঙ্গা পৌরসভা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়ার অভিযোগ এনে লাভলু সরদার নামের জনৈক ব্যক্তি ১৭০ জন আওয়ামীলীগ নেতাকর্মীর নামে থানায় চাঁদাবাজি, বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এর পর থেকে নেতাকর্মীরা পলাতক ছিলেন। এ মামলায় বোয়ালমারী থেকে অন্তত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- দাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম মোল্লা, বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির আনোয়ার, নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক শাকিল আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন, যুবলীগ নেতা মুরসালিন মোল্যাকে গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান আওয়ামী লীগ নেতাদের আটক এবং বিস্ফোরক মামলায় চালানের বিষয়টি নিশ্চিত করেছেন।

(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test