E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমরা বৈষম্যের শিকার, চাকরি পাওয়া আমাদের অধিকার’

২০২৫ ফেব্রুয়ারি ১৮ ১৯:৩৩:৫৫
‘আমরা বৈষম্যের শিকার, চাকরি পাওয়া আমাদের অধিকার’

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটস শিক্ষার্থীদের এক কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, 'আমরা বৈষম্যের শিকার, চাকরি পাওয়া আমাদের অধিকার।’

আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে ‌ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ম্যাটস শিক্ষার্থীদের এক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী পরিষদ ম্যাটস শিক্ষার্থীদের চার দফা যৌক্তিক ‌দাবি বিপক্ষে গিয়ে ‌বেশ কিছু সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উস্কানিমূলক ও অযৌক্তিক কথা বার্তার বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর ম্যাটসের প্রথম বর্ষের শিক্ষার্থী ‌মো. সজিব শেখ ‌ ও শিক্ষার্থী মো. একরাম হোসেন। ‌

প্রতিবাদ সমাবেশে ‌বক্তারা তাদের অধিকার ও দাবিগুলো তুলে ধরে ‌বক্তারা বলেন, পরাশোনা শেষ করার পর আমাদের নিয়োগ দেয়া হচ্ছে না কেন। এসময় তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তোলেন, আমাদের সাথে কেনো এতো বৈষম্য করা হচ্ছে। চাকরি পাওয়া ‌তো আমাদের ‌ অধিকার। অথচ আমরা ষড়যন্ত্রের শিকার হচ্ছি মলে মনে হচ্ছে। এভাবে চলতে দেয়া হয় না, একটা সমাধান করতে হবে। আমাদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে। আমাদেরকে মেধা ও যোগ্যতা অনুসারে চাকরির ব্যবস্থা করতে হবে।

তারা আরো জানান, ২০০৮ সালের পর আমাদের কোন নিয়োগ দেয়া হচ্ছে না। বক্তারা বলেন, আমাদের আপনাদের প্রতিপক্ষ ভাববেন না ‌ আপনাদের সহযোগীতা মনে করেন। অবিলম্বে শূন্যপদ গুলোতে ‌ আমাদের নিয়োগ দিয়ে জীবিকা নির্বাহের সুযোগ করে দিন। যতোদিন না এ সমস্যা মিটবে ততোদিন আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। এরপর একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে ম্যাটস কার্যালয়ের ‌ সামনে গিয়ে ‌শেষ হয়।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test