E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামি ও জুয়াড়িসহ গ্রেপ্তার ৫

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৩:০৫:৫৩
ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামি ও জুয়াড়িসহ গ্রেপ্তার ৫

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ  ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৫ জন আসামীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে প্রেরণ করেছে।

ময়মনসিংহ এর ত্রিশাল থানার, এফআইআর নং-১৮, ১/ফারুক মিয়া (৩০), পিতা-হারেজ আলী, ঠিকানা: স্থায়ী: গ্রাম-চর বাঘাদারিয়া, ০৪ নং কানিহারী ইউপি , উপজেলা/থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ, ত্রিশাল থানার, এফআইআর নং-১৯, তারিখ- ১৭ ফেব্রুয়ারি, ২০২৫।

২/মোঃ শাহীন মিয়া(৪৮), পিতা-আব্দুল সালাম, মাতা-আমেনা খাতুন, ঠিকানা: স্থায়ী: গ্রাম- ভাটি পাড়া (ভাটিপাড়া, ০৫নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা) , উপজেলা/থানা- ত্রিশাল, ময়মনসিংহ এর ত্রিশাল থানার, এফআইআর নং-২১, তারিখ- ১৮ ফেব্রয়ারি ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

৩/ আসামী মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা- মৃত রমজান আলী, মাতা- ফিরোজা খাতুন, সাং-নওধার রিফিউজিপাড়া, ৬নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ, এ/পি সাং- ফজলের বাড়ীর ভাড়াটিয়া, ফিসারীজ রোড, পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে, ৮নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।

৪/মোঃ জিলানী (৩৫), পিতা-মোঃ আবুল হোসেন, ঠিকানা : স্থায়ী : গ্রাম- সাখুয়া মধ্যপাড়া, উপজেলা/থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।

৫/মোঃ মুজিবুর রহমান (৪০), পিতা-মৃত আব্দুল খালেক , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বীররামপুর ভাটিপাড়া, উপজেলা/থানা- ত্রিশাল, জেলা -ময়মনসিংহ, জুয়া খেলা ধারা ৪২ মোতাবেক গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ জানান মাদক মামলা ও জুয়াড়িদের গ্রেপ্তার করে দন্ডবিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(এনআরকে/এএস/১৯ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test