E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিক একেএম মকছুদ আহামেদ মৃত্যুতে কাপ্তাই পেশাদার সাংবাদিকদের শোক

২০২৫ ফেব্রুয়ারি ২১ ২২:৫৩:২২
সাংবাদিক একেএম মকছুদ আহামেদ মৃত্যুতে কাপ্তাই পেশাদার সাংবাদিকদের শোক

রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক পাহাড়ের প্রবীণ ও চারণ সাংবাদিক খ্যাত একেএম মকছুদ আহমেদ আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর তিনি রাঙ্গামাটি জেলারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এদিকে প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর খবর শুনে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ , রাঙ্গামাটি ও কাপ্তাই উপজেলা কর্মরত গণমাধ্যমকর্মীরা রাঙ্গামাটি ছুটে যান এক নজর দেখার জন্য।

দৈনিক গিরিদর্পণের সাবেক বার্তা সম্পাদক ও একেএম মকছুদ আহমেদের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দিকে কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় স্ট্রোক করেন। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামবাসী প্রবিণ সাংবাদিক একজন অভিভাবক হারালো।

প্রসঙ্গত, একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন।

দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি প্রতিনিধি। তিনি রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতিও।একেএম মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙ্গামাটি প্রেসক্লাব, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক জানিয়েছেন।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test