E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন 

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৮:৪১:১৮
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সরকারী বঙ্গবন্ধু কলেজের সাধারন শিক্ষার্থীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

আজ বৃহস্পতিবার সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। পরে মিছিলটি স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।সেখানে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন চলাকালে দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে সাধারন শিক্ষার্থী আলহাজ মোল্যা, ইসমাইল মোল্যা, ইমরান আলী ইভান, আরাফাত, হাসনা হেনা খানম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর থেকে দেশের আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।প্রতিদিন খুন, ধর্ষণ, ছিনতাই হচ্ছে। এসব বন্ধে কোন ব্যবস্থা না নেয়ায় নারীরা বাইরে বের হতে পারছে না। দ্রুত আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক না হলে আন্দোলনের হুশীয়ারীও দেন বক্তারা।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test