E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাছুরের ওজন কম তাই উদ্বোধন না করেই ফিরে গেলেন ইউএনও

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৮:৩৩:৫৩
বাছুরের ওজন কম তাই উদ্বোধন না করেই ফিরে গেলেন ইউএনও

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : দরিদ্র জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য নিয়ে আসা বাছুরের ওজন কম থাকায় বিতরণের উদ্বোধন না করেই নিজ কার্যালয়ে ফিরে গেছেন ইউএনও। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার।

জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের অংশ হিসেবে গৌরনদী উপজেলার ৩৫ জন জেলের মধ্যে বাছুর বিতরনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে বকনা বাছুর নিয়ে আসে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তা বাছুর বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে আসেন। তবে বাছুরের ওজন কম থাকায় উদ্বোধণ না করেই নিজ কার্যালয়ে ফিরে যান ইউএনও।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান জানান, প্রতিটি বাছুরের ওজন ৮০ কেজি করে থাকার কথা থাকলেও তুলনামূলক ভাবে বাছুরের ওজন অনেক কম। তাই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বাছুরগুলো ফেরত নিয়ে সঠিক ওজনের বাছুর সরবরাহ করতে বলা হয়েছে। অন্যথায় বাছুরগুলো গ্রহন করা হবেনা বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, যেসব জেলেদের মধ্যে বাছুরগুলো বিতরণ করা হবে আমরা শুধু সেই তালিকা করেছি। বাছুর ক্রয়ের টেন্ডার পিডি অফিস থেকে করা হয়েছে। তিনি আরো বলেন, বাছুরগুলো গ্রহন না করে ফেরত পাঠানো হবে।

এ বিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠান ফোকাস ট্রেডিংয়ের মালিক আরিফুল ইসলামের ব্যবহৃত (০১৭৭৩-৪০৬০৯৯) নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য গ্রহণ করা যায়নি। এমনকি তার পাঠানো প্রতিনিধি আসাদুল ইসলাম এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test