E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২০২৫ মার্চ ০৩ ১৭:৫৭:১৪
বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক বিক্রিসহ নানা অপকর্মের প্রতিবাদ করায় ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যুবদল নেতার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা হামলাকারী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন হাওলাদারের বসত ঘরে আগুন জালিয়ে দিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে বসে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক সুরুজ গাজীর সাথে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিনের বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছু সময় পর শাহিন তার স্ত্রী শাবানা বেগম, ছেলে ইমরান ও লিয়নসহ তাদের সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে যুবদল নেতা সুরুজ গাজীকে (৩৫) কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় সুরুজকে রক্ষায় ওয়ার্ড যুবদলের অপর যুগ্ন আহবায়ক নয়ন হাওলাদার (৩২) এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা সুরুজকে মৃত বলে ঘোষণা করেন। গুরুত্বর আহত নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে থানা পুলিশ নিহত সুরুজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। নিহত যুবদল নেতা সুরুজ গাজী কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা কাঞ্চন গাজীর ছেলে এবং আহত নয়ন হাওলাদার কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে। অপরদিকে ঘটনার পর পরই বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত শাহীন হাওলাদারের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।

নিহত সুরুজ গাজীর বোন ফরিদা বেগম বলেন, নগরীর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন হাওলাদার ও তার ছেলেদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সোনা প্রতারনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে শাহীনের বিরুদ্ধে থানায় এক ডজন মামলা রয়েছে। তার (ফরিদা) ভাই একই ওয়ার্ডের যুবদলের যুগ্ন আহবায়ক সুরুজ গাজী শাহীনের এসব অপকর্মের প্রতিবাদ করায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো।

(টিবি/এসপি/মার্চ ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test