E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইটভাটা বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ স্মারকলিপি পেশ

২০২৫ মার্চ ০৪ ১৯:৩০:১৩
ইটভাটা বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ স্মারকলিপি পেশ

নড়াইল প্রতিনিধি : ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা আদায়, ভাটা ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

এ সময় উপস্থিত শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্লোগান দিতে থাকেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিক সমিতির নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এমএম রেজাউল আলম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি বিএম রফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ কারিমুল করিম কুশাল।

বক্তরা বলেন, এই শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত এবং ৫০ লাখ পরিবার তথা দুই কোটি মানুষের রুটি-রুজির ব্যবস্থা হয়।

ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে এক কোটি টাকার ওপরে ব্যাংক ঋণ আছে।

সারাদেশে যা প্রায় আট হাজার কোটি টাকা। এই ভাটাসমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক ঋণ অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকরা বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন।

বক্তারা আরও বলেন, আমরা কোন অবস্থাতেই এই সরকারকে বিব্রতকর অবস্থায় ঠেলে দিতে চাই না। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট আধিপত্যবাদী প্রতিষ্ঠানসমূহ ইট শিল্পকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সরকারের মখোমুখি আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। তারা বলেন, দেশের রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন ভাটা মালিক ও শ্রমিকেরা।

(আরএম/এসপি/মার্চ ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test