E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এপিপি কাজী জিয়াউর রহমান

২০২৫ মার্চ ০৫ ১৩:৪৯:১০
আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এপিপি কাজী জিয়াউর রহমান

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ও দায়রা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. কাজী জিয়াউর রহমান লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের ‘এডহক ম্যানেজিং কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ডক্টর কামরুজ্জামান সাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কাজী জিয়াউর ছাড়াও কমিটিতে তিনজন সদস্য আছেন। এর মধ্যে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার কুন্ডু, অভিভাবক সদস্য তানজিরা খাতুন এবং সাধারণ শিক্ষক সদস্য মনজুরুল হক।

লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের সন্তান কাজী জিয়াউর রহমান (পিকুল) খুলনার সরকারি বিএল কলেজ থেকে এমএ পাশ করেন। ঢাকাস্থ বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে ২০১৮ সালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশা শুরু করেন। ২০২৪ সালের ৫ নভেম্বর এপিপি নিযুক্ত হয়েছেন।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী জিয়াউর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন।

(আরএম/এএস/মার্চ ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test