E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অবাধে বিক্রি হচ্ছে নদীর চরের মাটি, দেখার যেন কেউ নেই

২০২৫ মার্চ ০৫ ১৭:৪৭:৪০
অবাধে বিক্রি হচ্ছে নদীর চরের মাটি, দেখার যেন কেউ নেই

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল নদীর মুলাদী অংশে চরের মাটি অবাধে বিক্রি করে দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। দিনের পর দিন চরের মাটি বিক্রি হলেও দেখার যেন কেউ নেই। তবে যেই চর থেকে মাটি কাটা হচ্ছে, তা মুলাদী উপজেলার মধ্যে হওয়ায় ব্যবস্থা নিতে পারছেননা গৌরনদী উপজেলা প্রশাসন। 

গৌরনদী উপজেলার মিয়ারচরের একাধিক বাসিন্দারা জানান, আড়িয়াল খাঁ নদীর গৌরনদী-মুলাদীর সীমান্তবর্তী চর থেকে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে মাটি বিক্রি করে দিচ্ছে মিয়ারচর ও মুলাদী উপজেলার একটি প্রভাবশালী মহল। প্রতিদিন কমপক্ষে ১০/১২ টি জাহাজে এসব মাটি ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে। মহলটি বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত বলেও নিশ্চিত করেছেন স্থানীয়রা। অবৈধ ভাবে চরের মাটি কাটা বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মাটি কাটার সাথে যুক্ত গৌরনদীর মিয়ারচরের বাসিন্দা জহির প্যাদা বলেন, মুলাদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী কামালের সাইড। আমরা শুধু তার সাইডে কাজ করি। এবিষয়ে বিস্তারিত জানতে তিনি কাজী কামালের সাথে যোগাযোগ করতে বলেন।

তবে মুলাদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী কামাল বলেন, কে কোথায় মাটি বিক্রি করছে, তা জানা নেই। জহির নামের ওই লোককে আমি চিনিনা। আমার নাম ভাঙ্গিয়ে কেউ এ কাজ করতে পারে।

এ বিষয়ে মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা বলেন, কয়েকদিন আগে অভিযান চালিয়ে মাটি বন্ধ করার পাশাপাশি অভিযুক্তদের জরিমানা করা হয়েছিলো। এখন আবার মাটি বিক্রি শুরু করলে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/মার্চ ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test