E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

২০২৫ মার্চ ০৭ ১৮:১৫:৪৮
ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মাইজবাগ ইউনিয়নের রাউলের চর গ্রামের শফিকুল ইসলামের পুকুরে এ ঘটনাটি ঘটে। শুক্রবার শফিকুল ইসলাম বাদী হয়ে ছয় জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাউলের চর গ্রামের মৃত আঃ গণির পুত্র শফিকুল ইসলাম বাড়ির সামনে ৮০ শতক পুকুরে মাছের চাষ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পুকুরে খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। সকালে তার চাচাতো ভাই সাইদুল ইসলাম মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে ডাক চিৎকার করলে পুকুর মালিক শফিকুল ও আশ পাশের লোকজন মাছ নিধনের ঘটনা দেখে হতভম্ব হয়ে পড়েন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবেশি রায়হানদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের হিসেবে এই মাছ নিধনের ঘটনাটি ঘটতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত আবু রায়হান জানান, জমি সংক্রান্ত বিরোধে রাস্তার কাটা বিষয়ে শফিকুলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করার পর বৃহস্পতিবার রাতে শফিকুলের লোকজন আমার বাড়ি ঘরে হামলা চালায়। হামলায় আমি সহ চারজন আহত হই। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। বাড়ি ঘরে হামলার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্যে নিজেরাই পুকুরে বিষ দিয়ে আমাদের বিরুদ্ধে থানায় মাছ নিধনের মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পানি এবং মাছের নমুনা সংগ্রহ করে কোর্টের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি সাপেক্ষে পরীক্ষা নিরীক্ষার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এন/এসপি/মার্চ ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test