E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নেপথ্যের কারণ গুচ্ছ প্রক্রিয়া 

১৮২টি দরপত্র বিক্রি হলেও শেষ দিনে জমা পরেনি একটিও

২০২৫ মার্চ ০৭ ১৮:৫২:৩২
১৮২টি দরপত্র বিক্রি হলেও শেষ দিনে জমা পরেনি একটিও

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : উপজেলার ১৮টি হাট-বাজারের অনুকূলে ৯১ হাজার পাঁচশ’ টাকায় ১শ ৮২টি ইজারা দরপত্র (সিডিউল) বিক্রি হয়েছে। অথচ উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার শেষদিনে একটি সিডিউলও জমা পরেনি। যেকারণে বাধ্য হয়ে দ্বিতীয়বারের জন্য আগামী ১৯ মার্চ পর্যন্ত দরপত্র বিক্রি ও ২০ মার্চ জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করেছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, সরকারি হাট-বাজার সমূহের ইজারা পদ্ধতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালার আলোকে আগৈলঝাড়া উপজেলার ১৮টি হাট-বাজারের অনুকূলে একবছরে জন্য ইজারা দরপত্র আহবান করে উপজেলা প্রশাসন। সেই আলোকে উপজেলার বাশাইল হাটের অনুকূলে নয়টি, দক্ষিণ বাহাদুপুর হাটে ১২টি, উত্তর বাহাদুরপুর হাটে ১৪টি, চেংগুটিয়া দুইটি, পয়সাহাট ও বাজার ৪১টি, আস্কর হাট ১২টি, বাগধা হাট ১৬টি, পয়সারহাট পূর্বপাড় একটি, আগৈলঝাড়া সদর হাট ও বাজার ২১টি, ছয়গ্রাম হাট ও বাজার চারটি, রত্নপুর মিশ্রিপাড়া হাট ও বাজার সাতটি, মোল্লাপাড়া সাহেবের হাটে ২২টি, গৈলা বাজারে ২১টিসহ মোট ১৮২টি ইজারা দরপত্র বিক্রি হয়। এরমধ্যে শুধুমাত্র গৈলা বাজারের দরপত্র মূল্য এক হাজার টাকা ও অন্যান্য প্রতিটি হাট ও বাজারের দরপত্র মূল্য পাঁচশ’ টাকা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী ১৮২টি হাট ও বাজারের অনুকূলে মোট ৯১ হাজার পাঁচশ’ টাকার দরপত্র বিক্রি হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারে অফিসে দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিলো বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর দুইটা পর্যন্ত। কিন্তু রহস্যজনক কারণে শেষদিন নির্ধারিত সময়ের মধ্যে একটি দরপত্রও জমা পরেনি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, প্রথম বারের শেষদিন পর্যন্ত যেহেতু কোন দরপত্র জমা পরেনি তাই দ্বিতীয় বারের জন্য দরপত্র বিক্রি হবে আগামী ১৯ মার্চ পর্যন্ত এবং ২০ মার্চ সিডিউল জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test