E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাভারে অবৈধ বালুর গদি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

২০২৫ মার্চ ০৭ ১৯:১৬:৩৯
সাভারে অবৈধ বালুর গদি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের বংশী নদীর শাখা কর্ণপাড়া খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা বালুর গদি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও পাইপ বিকল ও ধ্বংস করে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে পাথালিয়া ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুস সালামের অবৈধ বালুর গদিতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।

অভিযান থেকে সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার তাজা খবর কে জানান, গণমাধ্যমে খবর দেখার পর বিষয়টি আমার নজরে আসে। তারই পেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে দেখা যায় বংশী নদীর শাখা কর্ণপাড়া খাল দখল করে অবৈধ বালুর গদি গড়ে তোলা হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ। অভিযানে বালুর গদি গুড়িয়ে দেয়া হয়েছে এবং এ কাজে ব্যবহারিত ড্রেজার ও পাইপ বিকল ও ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যায়নি।

এ সময় তিনি আরো বলেন, নদী ও খাল দখল করে এই ধরনের অবৈধ বালুর গদি গড়ে তোলা হলে আগামীতে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় অভিযানের নিরাপত্তায় সাভার মডেল থানা পুলিশ টিম উপস্থিত ছিলেন। অভিযানে ভেকু ও ভলেন্টিয়ার টিম দিয়ে সহায়তা করেন সাভার পৌরসভা কর্তৃপক্ষ।

(টিজি/এসপি/মার্চ ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test