E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে এনপিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

২০২৫ মার্চ ০৭ ১৯:৩৩:০৫
নড়াইলে এনপিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রূপক মুখার্জি, নড়াইল : ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে লোহাগড়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে এনপিপি লোহাগড়া পৌর ও উপজেলা শাখার উদ্যোগে পৌর এনপিপির দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী,
এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক মো : আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: বেলাল আহম্মদ, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো: হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো : বদরুল আলম, পৌর এনপিপির নেতা কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া, বোরহান উদ্দিন সুমনসহ প্রমূখ।

প্রধান অতিথি ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, 'দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। তারপরেও নির্বাচনী আকাশে কালো মেঘের ঘনঘটা। নির্বাচন নিয়ে কোন কোন মহল সময় ক্ষেপণ করতে চাচ্ছে, এটা জাতীয়তাবাদী শক্তি মেনে নেবে না। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এই সরকার আরও আন্তরিক ও দায়িত্বশীল হবেন- এমন প্রত্যাশা সাধারণ মানুষের'।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মো: বদরুল আলম। ইফতার মাহফিলে এনপিপির লোহাগড়া পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/মার্চ ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test