E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

২০২৫ মার্চ ১০ ১৭:৫৬:৫২
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ইজিবাইক তল্লাশি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় পাচারকারি মো: সোহেল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী আবাদেরহাট এলাকায় বিজিবি এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃত পাচারকারি সোহেল উদ্দিন কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের হামেজ উদ্দিনের ছেলে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক সোমবার সকাল ১১টায় তার নিজ কার্যালয়ে এক প্রেস বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, গতকাল রবিবার সন্ধ্যায় সাতক্ষীরার ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল স্বর্নের চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জরয়ানরা আবাদেরহাট বাজারের পাশে অবস্থান নেন। গোপনসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাচারকারী আবাদেরহাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়। এসময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ইজিবাইক চালক মো: সোহেল উদ্দিন এই স্বর্ন ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়। তাকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য দুই কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। গ্রেপ্তারকৃত পাচারকারিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ন ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, এ ঘঁনায় বিজিবির পক্ষ থেকে সোহেলউদ্দিনের নাম উল্লেখ করে সোমবার থানায় মামলা করা হয়েছে।

(আরকে/এসপি/মার্চ ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test