E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে দুই ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা

২০২৫ মার্চ ১০ ১৯:৩২:০০
চাটমোহরে দুই ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। লাইসেন্স না থাকা ও ইট পোড়ানোয় জ্বালানি হিসেব কাঠ ব্যবহার করার অভিযোগে উপজেলার হরিপুর ইউনিয়নের দু’টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা গেছে, লাইসেন্স না থাকা ও ইট পোড়ানোয় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অভিযোগে ধূলাউড়ি এলাকায় অবস্থিত সিটিবি ইটভাটাকে ১ লাখ এবং লাইসেন্স না থানায় এআরটি ইটভাটাকে ১ লাখ করে দুই ইটভাটাকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এই অভিযানে চাটমোহর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। পরিবেশ বিপন্ন হবে এমন কাজ করতে দেওয়া হবে না।

(এসএইচ/এসপি/মার্চ ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test