E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে এক ডজন সিদ্ধান্ত গ্রহণ

২০২৫ মার্চ ১৫ ১৯:৩১:২১
সাতক্ষীরা জেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে এক ডজন সিদ্ধান্ত গ্রহণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও স্বচ্ছ রাখতে গুরুত্বপূর্ণ বেশ-কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকালে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। 

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের মধ্যে নেতাকর্মীদের চলাফেরায় সতর্কতা ও কথা-বার্তায় সংযম, সালিশ-বিচার থেকে বিরত থাকা, টিসিবি-ভিজিএফ কার্ড বিতরণসহ সরকারি কার্যক্রমে নেতা-কর্মীদের সম্পৃক্ত না থাকা, সরকারি সম্পত্তি ইজারা গ্রহণ না করা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অন্যতম।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান মনি, আখতারুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দলকে সুসংগঠিত করতে বিএনপি মাঠে ছিল ও থাকবে।

(আরকে/এসপি/মার্চ ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test