E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পর্যটকদের নিরাপত্তায় সোলার লাইট স্থাপন

২০২৫ এপ্রিল ০৬ ১৭:১১:১০
পর্যটকদের নিরাপত্তায় সোলার লাইট স্থাপন

আল-আমিন মিয়া, শ্রীমঙ্গল : পর্যটন এলাকা বলে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলে সৌন্দর্য বর্ধনে ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ১২৭টি সোলার লাইট ল্যাম্ব পোস্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার রাধানগর এলাকায় পাঁচ তারকা মানের রিসোর্ট গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের সামন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, ট্যুরিস্ট পুলিশের ওসি কামরুল হাসান চৌধুরী, প্যারাগন রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহিরুল কাইয়ুম, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস,এ হামিদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, নভেম ইকো রিসোর্টের ম্যানেজার খাজা মঈনুদ্দিন চিশতি, মেঘের বাড়ী রিসোর্টের পরিচালক রাজিব আহমেদ ও সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য শহীদুল ইসলাম লিটন প্রমুখ।

জানা যায়, উপজেলার পর্যটন খাতকে বিকশিত করার লক্ষে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ইউডিজিপি প্রকল্পের আওতায় উপজেলার মোহাজেরাবাদ-রাধানগর ও ফুলছড়া -কালীঘাট সড়কে বসানো হয়েছে ১২৭টি এই সোলার লাইট। এতে ব্যয় হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। সোলার প্রকল্পটি উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, শ্রীমঙ্গল একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে যেভাবে পর্যটন বান্ধব রিসোর্ট গড়ে ওঠেছে পর্যটকদের আরও আকর্ষণ করতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। কেবল কার ও এমিউজমেন্ট পার্ক স্থাপনার প্রস্তাবনা দিয়ে একটি মাস্টার প্লান মন্ত্রাণালয়ে পাঠানোর নির্দেশনা ইউএনওকে দিয়েছেন বলে তিনি জানান।

(এএ/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test