E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ভেজাল দুধ বাজারজাত চক্রের দুই সদস্য আটক

২০২৫ এপ্রিল ০৬ ১৮:০৬:৩৬
সাতক্ষীরায় ভেজাল দুধ বাজারজাত চক্রের দুই সদস্য আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। গতকাল শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ভেজাল দুধ তৈরির কারখানা থেকে ২৬০ লিটার দুধ, ঘি, ক্রিম, সোডা, কাস্টার ও দুধ তৈরির মেশিন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চক্রের দুই সদস্যকে।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামের অশোক ঘোষের দু’ছেলে কমল ঘোষ ও দিলীপ ঘোষ।

জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন,‘‘ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাদের জবানবন্দিতে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় আরও ৩০-৩৫ জন ব্যক্তি ভেজাল দুধ ও ঘি তৈরির সঙ্গে জড়িত। এদের শনাক্তে ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ‘মিল্ক ভিটা ও ব্র্যাকের মতো নামকরা ব্র্যান্ডের কাছে বাজারের ভেজাল দুধ সরবরাহ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।’

(আরকে/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test