E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈদযাত্রায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দিলেন ইউএনও 

২০২৫ এপ্রিল ০৬ ১৮:১৪:০৭
ঈদযাত্রায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দিলেন ইউএনও 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক।

এ সময় তিনি যাত্রী ও বাস কর্তৃপক্ষের সাথে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পান। পরে দোলা পরিবহনের অতিরিক্ত ভাড়া আদায়কারীদের থেকে প্রায় ১০ হাজার টাকা সংগ্রহ করে যাত্রীদের ফেরত দেন ভ্রাম্যমান আদালতের এ বিচারক। এছাড়া একই অভিযোগে ওয়েলকাম এক্সপ্রেসকে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাড়া ফেরত পেয়ে চিতলমারীর নাজমুল শেখ বলেন, গ্রামে স্বজনদের সাথে ঈদ করেছি। ঈদ শেষে ঢাকা যাব। টুঙ্গিপাড়া বাস কাউন্টারে ৫৫০ টাকা টিকেটে এক হাজার টাকা নিয়েছিল । ঠিক সেই সময় ম্যাজিস্ট্রেট কাউন্টারে অভিযান পরিচালনা করে আমাদের বাড়তি টাকা ফেরত দিয়েছে। নিয়মিত এমন অভিযান চললে যাত্রীরা স্বস্তি পেত।

গিমাডাঙ্গা গ্রামের শাম্মী আক্তার বলেন, স্বামীর চাকরির সুবাদে ঢাকা থাকতে হয়। টুঙ্গিপাড়া ভাই বাড়ী ঈদ করে ফেরার পথে দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট নিতে হয়েছিলো। ইউএনওর মাধ্যমে বাড়তি ভাড়া ফেরত পেয়েছি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক বলেন, গ্রামে পরিবারের সাথে ঈদ কাটিয়ে ফেরা সাধারণ মানুষের কাছ থেকে কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল বলে গোপান সূত্রে খবর পাই। তখন পৌর বাস টার্মিনালে এসে যাত্রীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাই। ওয়েলকাম এক্সপ্রেসকে ৫ হাজার টাকা জরিমানা ও দোলা পরিবহনের যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাদের ফেরত দেওয়া হয়। পাশাপাশি এমন কাজ থেকে বিরত থাকতে পরিবহন কাউন্টারে কর্মরতদের সতর্ক করা হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test