কালিগঞ্জে প্রতারণার ফাঁদে ব্যবসায়ী রিপন
বিবস্ত্র করে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্লাকমেইল, থানায় মামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এক ব্যবসায়ীকে প্রতারণার ফাঁদে ফেলে ঘরের মধ্যে বিবস্ত্র করে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের পর এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে অলিখিত তিনটি নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর থানার সহকারি উপপরিদর্শক আব্দুর জব্বারসহ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি সদস্য মুকুন্দ মধুসুধনপুর গ্রামের আব্দুল কাদের, একই গ্রামের শারমিন আক্তার রিমাসহ সাতজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ি কালিগঞ্জ উপজেলার গণপতিপুর গ্রামের রিপনুজ্জামান রিপন শনিবার সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। একইভাবে সদর থানার সহকারি উপপরিদর্শক আব্দুর জব্বারের বিরুদ্ধে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের ফজর আলীর ছেলে ও নাজিমগঞ্জ বাজারের চায়না বাংলা কসমেটিকস ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রিপনুজ্জামান রিপন জানান, বিষ্ণুপুর ইউনিয়নের মুুকুন্দমধুসুধনপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে শারমিন আক্তার রিমা তার দোকানে ছয় মাস ধরে মালপত্র কেনার সুবাদে তার সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে গত ১৭ মার্চ বিকেলে শারমিন আক্তার রিমা তার দোকান থেকে ৫ হাজার ৫০০ টাকার মালামাল বাকীতে গ্রহণ করে। গত পহেলা এপ্রিল দুপুর দুটোর দিকে মোবাইলে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় এসে পাওনা টাকা নিয়ে যেতে বলে। বড় বাজার থেকে মাল কেনার তিনি ৫৪ হাজার ৩০০ টাকা নিয়ে ওই দিন বিকেলে তিনি নিউমার্কেটে আসেন। শারমিন আক্তার রিমার কাছ থেকে বকেয়া টাকা পাওয়ার পর তিনি মালামাল কেনার সিদ্ধান্ত নেন। এ সময় শারমিন আক্তার রিমা তাকে মোবাইলে তার বাসায় যেতে বলে। সে অনুযায়ী তিনি একটি ভ্যানে করে বিকেল সাড়ে ৫টার দিকে ওই নারীর বাসা শহরের কাটিয়া সরকারপাড়ার শেখ আশরাফউদ্দিনের বাসার সামনে যান।
পরে ওই নারী টাকা দেওয়ার জন্য তাকে বাসার মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে একটি চেয়ারে বসতে দিয়ে রিমা বের হয়ে যায়। পাশের বন্ধ রুম থেকে সহকারি উপপরিদর্শক আব্দুর জব্বারসহ শারমিন আক্তার রিমার সাবেক স্বামী কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি সদস্য মুকুন্দুপুর গ্রামের এলাহী বক্স গাজীর ছেলে বহুল আলোচিত আব্দুল কাদের, দেবহাটার পুষ্পকাটি গ্রামের শেখ আব্দুর রউফ এর ছেলে বাবলুর রহমান, পুরাতন সাতক্ষীরার সাংবাদিক পরিচয়দানকারি ফজর আলী, সদর থানার সহকারি উপপরিদর্শক আব্দুর জব্বারসহ আরো দুইজন বেরিয়ে আসে। এ সময় বাবলুর রহমান ও সহকারি উপপরিদর্শক আব্দুর জব্বার তাকে লাথি মেরে চেয়ার থেকে মেঝেতে ফেলে দেয়। এ সময় কাদের, বাবলু, ফজলু, আব্দুর জব্বারসহ কয়েকজন তাকে মারপিট করে পকেটে থাকা ৫৪ হাজার ৩০০ টাকা নিয়ে আব্দুর জব্বার তাকে হাতকড়া পরিয়ে ওই ঘরে আটকে রাখে।
আব্দুল কাদেরসহ সকলে রাত সাড়ে সাতটার দিকে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। উপায় না দেখে তিনি তার গ্রামের ভাই শহীদুলের কাছ থেকে ২০ হাজার টাকা বিকাশে আনার ব্যবস্থা করেন। তার বিকাশে থাকা এক হাজার ও শহীদুলের পাঠানো বিকাশের ২০ হাজার টাকা তারা উত্তোলন করে নেয়। কাদেরসহ ঘরের মধ্যে থাকা প্রতারক চক্রের সদস্যরা তাকে সম্পূর্ণ বিবস্ত্র করে একজন অজ্ঞাত নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করে ভিডিও করে। পরে ওই ভিডিও বিভিন্ন লোকজনের কাছে পাঠায় তারা। এ ছাড়া ওই ছবি বিভিন্ন লোকের কাছে পাঠিয়ে দিয়ে সম্মান নষ্ট করার ভয় দেখিয়ে তার কাছ থেকে দাবিকৃত পাঁচ লাখ টাকার জন্য ১০০ টাকার তিনটি অলিখিত নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর করিয়ে নিয়ে রাত ১০টার দিকে ছেড়ে দেয়। সেখান থেকে বের হয়ে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। গত শনিবার তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে বিস্তারিত অবহিত করার পাশাপাশি সহকারি উপপরিদর্শক আব্দুর জব্বারের বিরুদ্ধে অভিযোগ করেন। অপর চার প্রতারক সহ অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে শনিবার থানায় মামলা করেন।
তবে সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা গেছে, আব্দুল কাদের ও শারমিন আক্তার রিমি কখনো স্বামী স্ত্রী সেজে আবার কখনো বন্ধু সেজে দীর্ঘদিন ধরে নারীকে ব্যবহার করে ফাঁদে ফেলেছেন কমপক্ষে ৩০ জন ব্যবসায়ী, চাকুরিজীবী ও সাংবাদিককে। ২০২৩ সালের ২৬ এপ্রিল তাদের পাতা ফাঁদে কালিগঞ্জের এক সাংবাদিককে পলাশপোল এলাকার একটি হোটেলে ডেকে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন করে তার উপর নির্যাতনের ছকি সোসাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে উল্টে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পরে বিষয়টি প্রকাশ্যে আসায় ওই সাংবাদিকের স্ত্রী বাদি হয়ে শারমিন আক্তার রিমা ও আব্দুল কাদেরের নামে পর্ণগ্রাফি আইনে মামলা করেন।
তবে স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাতক্ষীরা শহরের পলাশপোল বৌবাজার এলাকা, মধুমোল্লারডাঙি, সরকারপাড়াসহ বিভিন্ন এলাকায় এ ধরণের প্রতারনা চক্র গড়ে উঠেছে। কৌশলে ফাঁদে ফেলে ব্যবসায়ি, চাকুরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষজনকে জিম্মি করে বিবস্ত্র করে নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ চক্রের সঙ্গে কতপিয় আইনপ্রয়োগকারি সংস্থার লোকজনদের সংশ্লিষ্টতা থাকারও অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক সাংবাদিকদের জানান, এ ঘটনায় রিপনুজ্জামান রিপন বাদি হয়ে পর্ণগ্রাফি আইনের ৮(১), ৮(২), ৮(৩)/৭ ও ৩৪২ ও ৩৮৫ ধারায় শনিবার থানায় একটি মামলা (জিআর-১৬২/২৫, সদর)দায়ের করেছেন। উপপরিদর্শক শাহিদুল ইসলামকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। তবে উপসহকারি পরিদর্শক আব্দুর জব্বার সম্পর্কে তিনি কোন কথা বলতে রাজী হননি।
(আরকে/এসপি/এপ্রিল ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- তুমুল সংঘর্ষের পর কক্সবাজার পাকবাহিনীর দখলে চলে যায়
- ধামরাইয়ে যাত্রীবেশে ছিনতাইকালে ৪ জন আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- ফরিদপুরে যৌথ অভিযানে দুই চাঁদাবাজ হাতেনাতে গ্রেফতার, কারাদণ্ড
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- রাজবাড়ীতে আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার
- ‘শেখ মুজিবের করা কালো আইনেই নিষিদ্ধ হতে পারে আ.লীগ’
- মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার : পার্বত্য উপদেষ্টা
- ফরিদপুরে বিস্ফোরক মামলায় মুক্তিযোদ্ধাসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
- বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন
- ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিলেন হাসনাত
- ‘আ.লীগ সংবিধানকে নিজেদের দলীয় সংবিধানে পরিণত করেছিল’
- আ.লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ
- ‘বাগেরহাটকে আন্তর্জাতিক পর্যটন হাব প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে সরকার’
- বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
- নড়াইলে আউড়িয়া ও মুলিয়া ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪, জেলহাজতে প্রেরণ
- মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
- অবশেষে সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- রাজধানীর ৫ হাজার শিক্ষার্থীকে পুরস্কার দিলো বিশ্বসাহিত্য কেন্দ্র
- বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- ভারত-পাকিস্তান যুদ্ধ ঘিরে সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি
- বরিশালের হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
- মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে, উন্নয়ন হয়নি
- কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী
- ‘সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে’
- সোনাতলায় পুলিশের অভিযানে ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৪
- দাবদাহের পর ঈশ্বরদীতে স্বস্তির বৃষ্টি
- গ্যালাক্সি এ০৬ স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং
- টাঙ্গাইলের পথেঘাটে দীপ্তি ছড়াচ্ছে কৃষ্ণচূড়া
- ঢাকায় সামরিক কর্তৃপক্ষ ১৪৮নং সামরিক বিধি জারি করে
- পঞ্চগড় বৈশাখি লোক নাট্যোৎসবে দ্বিতীয় দিনের পালা 'বাবার শেষ বিয়ে'
- প্রতি লিটার ১৬২.১৯ টাকা দরে পাম অয়েল কিনবে সরকার
- সোনার দামে ফের রেকর্ড, ভরি ১ লাখ ৭২ হাজার টাকা ছাড়ালো
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- মিশন হেক্সা, আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
- জামিন পেলেন মডেল মেঘনা
- অ্যাগুয়েরোর রেকর্ড ভেঙে সবার ওপরে সালাহ
- রাজবাড়ীতে ব্যাটারী চালিত অটোবাইকের নম্বর প্লেট’র ফি কমানোর দাবিতে মানববন্ধন স্মারকলিপি
- বাবাকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে ধরা দিলেন মেয়ে
- ‘মানবিক করিডোর’
- বাংলাবান্ধার জিরো পয়েন্ট এলাকার সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
- সাতক্ষীরায় ঘেরের জমি লীজ দিতে রাজী না হওয়ায় মালিককে পিটিয়ে হত্যার চেষ্টা
- রাজবাড়ীতে আম পাড়ায় শিশুকে গাছে বেঁধে নির্যাতন
- বাগেরহাটে ৩২৩ মেধাবী শিক্ষর্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান
- সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর মিললো সিরাজুল ইসলামের লাশ
- চিৎমরমে মারমা তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে চলছে সাংগ্রাইয়ের প্রস্তুতি