E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ত্রিশালে ভারতীয় মদ পরিবহন বাসসহ ৩ আসামী গ্রেপ্তার

২০২৫ এপ্রিল ১০ ১৪:৫১:০০
ত্রিশালে ভারতীয় মদ পরিবহন বাসসহ ৩ আসামী গ্রেপ্তার

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত ০৯ এপ্রিল রাত আনুমানিক  ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ  ( ওসি) মনসুরের দূরদর্শি নেতৃত্বে  এসআই /গোলাম মোস্তফা রুবেল ও এসআই / নাহিদ পারভেজ সহ  ত্রিশাল পুলিশের একটি চৌকস টিম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) সংলগ্ন পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে  বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গুরা হতে ঢাকাগামী ‘মা মনি এন্টারপ্রাইজ’ নামক একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসটির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার গন বাসের পিছনের দিকে বাসের নিচে অতিরিক্ত চাকা রাখার স্থানে সুকৌশলে লুকানো তিনটি ছোট চটের বস্তা থেকে মোট ৬৩ কাচের বোতল ভারতীয় মদ উদ্ধার বহন করে যাহা তাহাদের দেখানোমতে এবং নিজ হাতে বাহির করা মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ভারতীয় মদ, অভিযুক্ত তিনজন সহ বাসটি থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযুক্তরা হলেন ১/ ড্রাইভার : মোঃ কান্চন মিয়া (২৭), পিতা: মৃত হাবিবুর রহমান, গ্রাম : রামনগর (কুমুদগঞ্জ বাজার সংলগ্ন), থানা/উপজেলা: দুর্গাপুর, জেলা : নেত্রকোনা।

২/ হেলপার : ইয়াসিন আরাফাত (২২), পিতা: মৃত জিয়াউর রহমান, গ্রাম: লক্ষীপুর, থানা/উপজেলা: দুর্গাপুর, জেলা: নেত্রকোনা।

৩/ সুপারভাইজার : রিফাত হোসেন বাবু (২৪), পিতা- আইনুল হক, সাং- বয়ড়া ভালুকা, থানা- কোতয়ালী, জেলা- ময়মনসিংহ।

বর্তমান সাং- শান্তিপুর, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা। আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে সুষ্ট বিচারের নিমিত্তে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এই প্রতিবেদককে জানান- ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃআতাউল কিবরিয়া এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিকনির্দেশনা মোতাবেক ত্রিশাল থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।

(এনআরকে/এএস/এপ্রিল ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test