E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি গবাদি পশু দগ্ধ,৩টি ঘর পুড়ে ছাই

২০২৫ এপ্রিল ১০ ১৮:১৮:৩১
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি গবাদি পশু দগ্ধ,৩টি ঘর পুড়ে ছাই

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি গবাদি পশু দগ্ধ ও বসত ঘর সহ একই পরিবারের ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুর্গম চর কুশাহাটা গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের জুয়েল মোল্লার বাড়িতে মশার কয়েলের আগুন থেকেই আগুনের সূত্রপাত ঘটে। গভীর রাতে হঠাৎ করে জুয়েল মোল্লার বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় এলাকাবাসীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হলেও তার ১১ টি গরুসহ ৩ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমরা এলাকার লোকজন মিলেও তার ঘর থেকে কিছুই বের করতে পারিনি। ঘরে থাকা ধান চালসহ কাপড় চোপ সবই আগুনে পুড়ে গেছে। তার পরিবারের রান্না করে খাওয়ার মত কিছুই নেই। বর্তমানে তাঁর আত্মীয়-স্বজনও পাড়া-প্রতিবেশীরা খাবার দাবারের সহযোগিতা করছে।

ভুক্তভোগী জুয়েল মোল্লা বলেন,আমরা রাতের খাবার খেয়ে দোকানে বসে গল্প করতেছিলাম। পরে আশপাশের লোকজনের চিৎকার চেঁচামেচিতে দৌড়ে গিয়ে দেখি হঠাৎ আমার বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। আমার বড় ৭টি গরু ও ছোট ৪ টি গরুও ৩ টি ঘর সহ আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেছে।

(একে/এসপি/এপ্রিল ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test