মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে ফের সংর্ঘষ, আহত অর্ধশত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় ১০/১২ টি দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ উভয়পক্ষের অর্ধশত আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা যৌথ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার (১৩ এপ্রিল) রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় রাজৈর উপজেলার বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের ফুচকা ব্রিজের কাছে ঈদের পর ২ এপ্রিল আতশবাজি ফোটায় পাশের বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এসময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জেরে ঘটনার পরের দিন ৩ এপ্রিল সকালে রাজৈরের বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড় ভাই অনিক খান বাদি হয়ে জুনায়েদ আকনসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় অনিক খান রাজৈর বাজারে গেলে ধাওয়া দেয় জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাত ৯ টার দিকে রাজৈরের পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘন্টাব্যাপি এ সংঘর্ষ চলে। এসময় কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রাজৈর থানার ওসি, পুলিশ কর্মকর্তা ও সদস্যসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়।
এরজের ধরেই রবিবার (১৩ এপ্রিল) রাত ৭টার দিকে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে আবারো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় চার ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এছাড়াও দোকানের অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস যৌথ চেষ্টা চালিয়ে পরিস্থিতি শান্ত করে।
এই ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ও কয়েকজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অর্ধশত লোকজন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাজৈরের পশ্চিম রাজৈর গ্রামের মেহেদী মীর (২২), রাসেল শেখ (২৮), সাহাপাড়া গ্রামের মনোতোষ সাহা (৫০), আলমদস্তার গ্রামের তাওফিককে (৩৭) প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের পায়ে আঘাত পাওয়ায় তিনি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নেন। বাকি আহতরা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এরপর রাত সাড়ে ১২ টার দিকে উত্তেজিত গ্রামবাসী রাজৈর থানা পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এসময় রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা ও ড্রাইভার শাহাবুদ্দিন আহত হন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, আমাদের উপর হামলা চালিয়ে দুইটি গাড়ি ভাংচুর করেছে। এসময় এসআই মোস্তফা ও ড্রাইভার শাহাবুদ্দিনের মাথা ফাটিয়ে ফেলেছে হামলাকারীরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
তিনি আরও বলেন, এ নিয়ে ৪ ধাপে এই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হলো। পুলিশের উপর হামলা হয়েছে। এ ঘটনায় আমরা বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছি। কিন্তু সেই দায়ভার কাউকে দিতে চাই না। আশা করি সকলের সহযোগিতায় এ সমস্যা দ্রুতই সমাধান করতে পারবো। আমরা চাই এই ঝামেলা থেকে তারা বের হয়ে আসুক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এএসএ/এএস/এপ্রিল ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ছাত্র-জনতার ন্যায্য স্বীকৃতি জুলাই ঘোষণাপত্রে থাকবে’
- সুন্দরবনে আবার বাঘ বাড়ছে
- চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ
- ‘অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন’
- দশম গ্রেড পেতে প্রাথমিকের প্রধান শিক্ষকদের মানতে হবে যত শর্ত
- প্রাথমিকের সব প্রধান শিক্ষক পাচ্ছেন দশম গ্রেড, প্রজ্ঞাপন জারি
- জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি নির্দেশনা
- পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
- জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংকটাপন্ন ৩ জন
- যুক্তরাষ্ট্রের শুল্ক আতঙ্কে ইউরোপেও বাংলাদেশের পোশাকে দরপতন
- শ্যামনগরে জমি উদ্ধার ও মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন
- প্রতিবেশি কেটে দিল রগ, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে গরুটি
- আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন চাই : নাহিদ ইসলাম
- পাংশা পৌরবাসীর ভোগান্তি চরমে, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- ভারতে যাওয়ার সময় পাইকগাছার যুবলীগ নেতা ভোমরায় আটক
- মাইলস্টোনে নিহত টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
- সাতক্ষীরা জেলা পরিষদের সাঁটলিপিকার একেএম শহীদুজ্জামানের ৭ বছর কারাদণ্ড
- যাত্রী ছাউনি না থাকায় বাসযাত্রীদের দুর্ভোগ
- ঠিকাদারের পক্ষে এলজিইডি কর্মকর্তার সাফাই
- ফরিদপুরে গঙ্গাজল অর্পণ উৎসব পালিত
- ফরিদপুরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী
- কাপ্তাইয়ে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেল ২ শতাধিক রোগী
- ভোটের মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য
- চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাকে মারধর
- বেলকুচিতে জনমত জরিপে এগিয়ে বদিউজ্জামানের মোটরসাইকেল
- শীত আসতেই মুখ-হাত-পায়ে চামড়া উঠছে, কী করবেন?
- কমলনগরে জাল ভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার আটক
- হিমেল হাওয়ায় কাবু কুড়িগ্রামের মানুষ
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- পারিবো না
- মা
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- মহুয়া বনে
- বিজনেস সামিটের পর্দা নামছে আজ