E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাবাকে দাফন করেই এসএসসি পরিক্ষা দিলেন মেয়ে

২০২৫ এপ্রিল ১৫ ১৯:০৩:৩৯
বাবাকে দাফন করেই এসএসসি পরিক্ষা দিলেন মেয়ে

বিকাশ স্বর্নকার, সোনাতলা : আজ মঙ্গলবার বগুড়া সোনাতলায় পরিক্ষা কেন্দ্রে বুকচাপা আর্তনাদ শোয়ে এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

সরেজমিনে জানা যায়, হরিখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও এসএসসি পরীক্ষার্থী মুসলিমা আক্তারের বাবা মোঃ মোস্তাফিজার রহমান গত ১৪ এপ্রিল সোমবার রাতে মারা যায়। মুসলিমার বাড়ি উপজেলার দড়িহাঁসরাজ গ্রামে।

স্থানীয়র জানান, মোস্তাফিজার রহমান গত সোমবার সন্ধ্যায় হরিখালি বাজারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারা আরো জানান, মঙ্গলবার সকালে বাবার দাফনের কার্য সম্পন্ন করে পরিক্ষায় অংশগ্রহণ করে এবং তিন ভাই-বোনের মধ্যে মুসলিমা সবার ছোট।

হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মাছুদ জানান, মুসলিমা আক্তার আমাদের বিদ্যালয়ের মেধাবী ছাত্রী বাবার মৃত্যুর শোক শোয়েও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এদিকে সোনাতলা দাখিল (ডিগ্ৰি) মাদ্রাসায় সাদিয়া আক্তার নামের এক শারীরিক প্রতিবন্ধী মেয়ে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

কেন্দ্র সচিব আতাউর রহমান আনসারী জানান, সাদিয়া আক্তার উপজেলার জাহানারাবাদ মাদ্রাসার ছাত্রী এবং তার মাথা স্বাভাবিকের চেয়ে অনেক বড়। ওই মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মামুন রেজা জানান, উত্তর দিঘলকান্দি গ্ৰামের মোঃ আব্দুল কাদের এর মেয়ে বাবা-মার একমাত্র সন্তান সাদিয়া।

কেন্দ্রে গিয়ে দেখা মিললো সাদিয়া খাতুনের, তিনি বেশ মনোযোগ সহকারে প্রশ্নপত্র দেখে ধীর মস্তিষ্কে উত্তরগুলি লিখছেন খাতায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম বলেন, মুসলিমা আক্তারের বাবার মৃত্যুর খবর শুনেছি তবে শত কষ্টের মাঝেও পরীক্ষায় সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। আর শারীরিক প্রতিবন্ধী সাদিয়া খাতুনো পরীক্ষার দ্বিতীয় দিনে সুন্দরভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক বলেন, মুসলিমা আকতার বাবার মৃত্যুর খবর শুনেছি তবে তাকে সহ শারীরিক প্রতিবন্ধী সাদিয়া খাতুনকে আমরা উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবো।

এদিকে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন পৌর শহরের ৩টি কেন্দ্র পরিদর্শন করেন, এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকি, হিসাব রক্ষন অফিসার রুহুল আমিন প্রমুখ।

(বিএস/এসপি/এপ্রিল ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test