E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

২০২৫ এপ্রিল ২২ ১৯:১০:১০
ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাঁর বাবার করা মামলার এজাহার নামীয় আাসামি মো. মুন্না মোল্যা (১৯)কে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার দুপুরের দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায়, ফরিদপুর জেলার কোতয়ালি থানাধীন গঙ্গাবরদী এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মুন্না মোল্যাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-১০ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে সংস্থাটির সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এএসপি শামীম হাসান সরদার স্বাক্ষরিত ওই বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ আরো জানায়, গত ২৩ মার্চ ২০২৫ রাত অনুমান সোয়া ৮টার দিকে ধর্ষণের শিকার কিশোরী (১৬)‘কে ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায় অবস্থিত তার বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি মো. মুন্না মোল্যা (১৯) তাঁকে বিবাহের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের শিকার মেয়েটির পিতা ফরিদপুর জেলার নগরকান্দা থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। যা পরবর্তীতে ওই থানায় মামলা রুজু হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) তারিখ সকাল আনুমান ১১টা ৪০ মিনিটে র‌্যাব-১০ এর ওই আভিযানিক দলটি ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মুন্না মোল্যা (১৯)কে আটক করে। মো. মুন্না মোল্যা ফরিদপুর জেলার নগরকান্দা থানার দক্ষিণ সদরবেড়া গ্রামের মো. আব্দুল জলিল মোল্যার পুত্র বলে জানা গেছে।

গ্রেফতারকৃত ওই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এবং ওই মামলাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরানুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতারকৃত আসামি মো. মুন্না মোল্যা বর্তমানে নগরকান্দা থানা হেফাজতে রয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতারকৃত আসামিকে আদালতের নিকট সোপর্দ করা হবে।

(আরআর/এসপি/এপ্রিল ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test