E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালেরকণ্ঠের সাংবাদিক টিপুকে অন্যায়ভাবে কারাদণ্ড  দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

২০২৫ এপ্রিল ২৩ ১৭:৪৭:১৫
কালেরকণ্ঠের সাংবাদিক টিপুকে অন্যায়ভাবে কারাদণ্ড  দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলা ভবন তৈরীর কাজের অনিয়মের তথ্য চাওয়ায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের আসাদুজ্জামান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ,ইনডিপেনডেন্ট টেলিভিশনের আবুল কাশেম.এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন,মানিবজমিনের এসএম বিপ্লব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তা উপজেলা প্রোকৌশলী মামুন হোসেন তাকে ছাতা দিয়ে মারপিট করেন। একপর্যায়ে টিপু আত্মরক্ষার্থে হামলাকারীকে ধাক্কা দেন। পরে টিপু ও মামুনের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল আধ ঘণ্টা পর ঘটনাস্থলে এসে প্রকৌশলী মামুন ও ঠিকাদারের নিয়োজিত লোকজনের মুখে একতরফা ঘটনা শুনে নিয়ম বহির্ভুতভাবে সাংবাদিক রোকনুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা জরিমানা করেন।

বক্তারা অবিলম্বে টিপুর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে বুধবারের মধ্যেই মুক্তির দাবি জানান। একইসাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল, প্রকৌশলী মামুন হোসেনসহ হামলা ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বুধবারের মধ্যে রোকনুজ্জামান টিপুকে মামলা থেকে অব্যহতি দিয়ে কারামুক্ত না করা হলে বৃহষ্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

(আরকে/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test