E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে ময়লা-আবর্জনার মধ্যেই রাতারাতি গড়ে উঠছে আদর্শ বিদ্যাপীঠ 

২০২৫ এপ্রিল ২৩ ১৯:২২:৩৪
পলাশবাড়ীতে ময়লা-আবর্জনার মধ্যেই রাতারাতি গড়ে উঠছে আদর্শ বিদ্যাপীঠ 

রবিউল ইসলাম, গাইবান্ধা : নামে আদর্শ বিদ্যাপীঠ হলেও স্কুলটিতে ঢুকলেই যে কারো নাক মুখ চেপে ধরতে হবে। প্রাইভেট/কোচিং এর রুম থেকেই রাতারাতি সৃষ্টি হয়েছে মাধ্যমিক স্কুল। 

গাইবান্ধার পলাশবাড়ীর সমিতির হাটে রাতারাতি গড়ে ওঠা আদর্শ বিদ্যাপীঠ নামের এই স্কুলটির বিরুদ্ধে এলাকাবাসীর বিস্তর অভিযোগ।

জানা গেছে, কয়েকমাস আগে ওই এলাকার রাজীব সরকারসহ বেশ কয়েকজন একটি রুম ভাড়া নিয়ে কোচিং সেন্টার খোলে।পরে আশে পাশের স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্কুলে ভর্তি করান।

সরেজমিনে স্কুলটি ঢুকতেই দেখা যায় ময়লা আবর্জনার মধ্যেই একজন শিক্ষক পাঠদান করাচ্ছেন। কয়জন শিক্ষক রয়েছে স্কুলটিতে এর কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা জানান, নাক মুখ চেপে ধরে ক্লাস করতে হয়। বিভিন্ন প্রলোভন দিয়ে এখানে নিয়ে আসার পর বুঝতে পারি আমাদেরকে ঠকানো হয়েছে,প্রাইভেট কোচিং এর মত অনেক টাকা দিয়ে এখানে পড়াশোনা করতে হয়।

বেশ কয়েকজন অভিভাবক জানান, অন্য স্কুল থেকে আমরা এখানে সন্তানদের ভর্তি করাইছি।এখন দেখছি এখানে যে পরিবেশ তাতে সন্তানরা অস্বস্তিবোধ করছে।এই স্কুলটির মধ্যে রাতে কি হয় সেটা নিয়েও সন্দিহান অনেক অভিভাবকের।

এলাকাবাসী বলছেন রাতারাতি এভাবে একটি স্কুল প্রতিষ্ঠিত হয় কিভাবে? এখানে শিক্ষার কোন পরিবেশ নেই বলেও জানান এলাকার কয়েকজন। এলাকাবাসীর দাবী শিক্ষার নামে এমন অবৈধ স্কুলের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এ ব্যাপারে আদর্শ বিদ্যাপীঠ এর পরিচালক রাজীব সরকার এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

(আরআই/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test