E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

২০২৫ এপ্রিল ২৩ ১৯:২৮:২২
মহম্মদপুরে প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেনের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্যগণ। 

এছাড়া ওই চেয়ারম্যানের অপসারণ চেয়ে জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রদান করেছেন ইউপি সদস্যগণ।

গত মঙ্গলবার বিকালে উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, উন্নয়ন কাজের টাকা আত্মসাৎ, সদস্যদের না জানিয়ে বিধাব, বয়স্ক, প্রতিবন্ধি ভাতা ও টিসিবি কার্ড কাউকে না জানিয়ে তালিকা তৈরী করে। এলজিএসপি, এডিপি, টিয়ার, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের টাকা অনিয়ম ও দুর্নীতির কার্যকলাপ তুলে বক্তব্য দেন পরিষদের নির্বাচিত সদস্যগণ।

মানববন্ধনে ইউপি সদস্য আশরাফুল আলম ফাইটার অভিযোগ করে বলেন, ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন পলাতক থাকায়। অত্র ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন দায়িত্ব পালন করে আসছে। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদেরকে দীর্ঘদিন ধরে সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। এটা আমরা কখনই মেনে নিতে পারি না। তাই আমরা পরিষদের ৬ জন সদস্যগণ চেয়ারম্যানের অপসারণ দাবি করে মানববন্ধন ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনাস্থাপত্র প্রদান করে তার অপসারণের দাবি করেছি। আশা করি এর একটি সুবিচার অবশ্যই পাবো।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বলেন, তারা যে সকল অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমার বিরুদ্ধে একটি অভিযোগ প্রমান করতে পারলে আমি পদত্যাগ করবো।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(বিএস/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test