E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে অবৈধ দখলকৃত খাল অবমুক্ত

২০২৫ এপ্রিল ২৬ ১৩:২০:৩৪
শ্যামনগরে অবৈধ দখলকৃত খাল অবমুক্ত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে অবৈধ দখলকৃত ধানখালি খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। শুক্রবার  দুপুরে গ্রামবাসী ও কৃষকদের সহযোগিতায় দেড় কিলোমিটার খালটি দখল মুক্ত করা হয়।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামের আড়াই হাজার বিঘা কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য নতুন করে গত ২৪ সালে খালটি খনন কর হয়। খননের পর থেকে এই এলাকার কৃষকরা খালের পানি ব্যবহার করে তিনটি ফসল উৎপাদন করে আসছিল। কিন্তু ২২শে এপ্রিল রাতে ভাগ ভাগ করে কঞ্চির বেড়া দিয়ে দখল করে নেয় একটি মহল। খাল দখলের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এসে নিজে দাঁড়িয়ে থেকে খালটি উন্মুক্ত করে দেন।

সহকারী কমিশনের (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, খালটি জনসাধারণের ব্যবহারের জন্য সব সময় মুক্ত থাকবে। কেউ অবৈধভাবে খালটি দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুরক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় খালের পাড়ের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

(আরকে/এএস/এপ্রিল ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test