E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে মধুমতী নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সমাবেশ ও  মানববন্ধন

২০২৫ এপ্রিল ২৬ ১৪:৪৬:৫৬
নড়াইলে মধুমতী নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সমাবেশ ও  মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্বাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত মধুমতী নদীর পার-করফা ও পার-মহিষাপাড়া পয়েন্টে ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় মধুমতী নদীর পার- মহিষাপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রায় দু'শতাধিক গ্রামবাসীসহ অন্যান্য শ্রেণী-পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বিশিষ্ট সমাজসেবক মো: রউফ শেখ ও তরুণ সমাজসেবক সুমন রহমানসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, 'দীর্ঘদিন ধরে মধুমতী নদীর পার-মহিষাপাড়া ও পার-করফা পয়েন্টে ভাঙ্গনের কারণে সহায়, সম্পদসহ ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় দু'শতাধিক পরিবার। সমাবেশ থেকে ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হয়।

(আরএম/এএস/এপ্রিল ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test