E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে বিএনপি নেতা শেখ জাকিরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

২০২৫ এপ্রিল ৩০ ০০:৩৫:২০
রাজৈরে বিএনপি নেতা শেখ জাকিরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

বিপুল কুমার দাস, রাজৈর : বিএনপি নেতা শেখ জাকিরের ছবি এডিট করে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মঙ্গলবার মাদারীপুর জেলা রাজৈর উপজেলা বিএনপি নেতা শেখ জাকিরের ছবি এডিট করে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নেতা শেখ জাকির।

তিনি বলেন,গত তিন দিন আগে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি খুলে আমার রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনকে কালিমালিপ্ত করার জন্য কতিপয় কুচক্রীমহল তৎপরতা চালাচ্ছে।আমাকে হেয় করার জন্য এই কুচক্রীমহল বিগত ফ্যাসিস্টদের সাথে নিয়ে রাষ্ট্রীয় অস্থিরতা তথা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে ঐসব অপপ্রচারকারীদের চিহ্নিত করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল হক মঞ্জু,রাজৈর পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হিরু মোল্লা, বিএনপি নেতা শেখ মহিউদ্দিন মহি, রাজৈর পৌর বিএনপির সদস্য মোঃ কামরুল ফকির,যুবদল নেতা মেরাজ ফকির প্রমুখ।

(বিকেডি/এএস/এপ্রিল ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test