E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে যুবলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

২০২৫ এপ্রিল ৩০ ১৭:৩১:৫৫
ফরিদপুরে যুবলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : শেখ হাসিনা সহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও বেআইনিভাবে দলটির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের প্রতিবাদে, ফরিদপুরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক নিষ্ক্রিয়তার খরা কাটিয়ে উঠা ও ফরিদপুর সদরে আবারও রাজপথে সরব হওয়ার ইঙ্গিত দিয়ে অনুষ্ঠেয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ওই বিক্ষোভ মিছিলে প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম ফরিদপুর জেলা সদরে দলীয় শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল করতে দেখা গেলো আওয়ামী লীগের ওই যুব সংগঠনটিকে।

এদিকে, এ মিছিলটি সংগঠিত হওয়ার ঠিক এক সপ্তাহ আগে ফরিদপুরে এমনই একটি বিক্ষোভ মিছিল করার প্রস্তুতিকালে দলীয় ব্যানারসহ দলটির ৮ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছিলেন ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ। তবে যুবলীগের নেতৃত্বে হওয়া এই বিক্ষোভ মিছিলটি সম্পর্কে পুলিশ মোটেও অবগত ছিলেননা বলে জানিয়েছে কোতয়ালি থানা পুলিশ। অন্যদিকে, গ্রেফতার ও হয়রানি এড়াতে খুবই গোপনীয়তা রক্ষা করে বিক্ষোভ মিছিলটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিছিলের অংশগ্রহণকারী নেতৃত্বস্থানীয় কয়েকজন নেতা।

মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় যুবলীগের ওই বিক্ষোভ মিছিলটি সংগঠিত হয় বলে জানা গেছে। আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা ওই মিছিলের ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগর মাধ্যমে শেয়ার করলে বিষয়টি সম্পর্কে অনেকেই অবগত হয়।

ঢাকা-খুলনা মহাসড়কে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলের ভিডিওটিতে দেখা যায়, দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারে সুসজ্জিত মিছিলটি ফরিদপুর সদরের ধুলদি জোড়া ব্রিজ এলাকার শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে স্লোগান দিচ্ছে। মিছিলটিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, 'কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়' প্রভৃতি উক্তি সম্বলিত স্লোগান দিতে দেখা গেছে। অন্ধকার আচ্ছন্ন মহাসড়কে যুবলীগের ওই বিক্ষোভ মিছিলের ভিডিওটিতে সড়কটিতে চলন্ত দুর পাল্লার বিভিন্ন পরিবহনের হেডলাইটের বিচ্ছুরিত আলোর প্রতিফলনে মিছিলের সামনে থাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর জেলা যুবলীগনেতা দেবাশীষ নয়ন ও বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা মিয়া গালিবুর রহমানকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এসময় মিছিলে তাঁদের সঙ্গে যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি সফল হয়েছে বলে দাবি করে যুবলীগনেতা দেবাশীষ নয়ন জানান, এই মিছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি স্পষ্ট বার্তা যে, শীঘ্রই মাঠে ফিরছে আওয়ামী লীগ। অতীতের সকল ভেদাভেদ ভুলক্রুতি ভুলে ফরিদপুরের রাজনৈতিক মাঠে 'আওয়ামী লীগ' এবার আরও সুসংগঠিত ও ঐক্যের অটুট বন্ধনে আবদ্ধ হয়ে, ফরিদপুরের গণ মানুষের কল্যাণে এক মহাশক্তি হয়ে আসছে, সেটির জানান দিতেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিলো বলেও জানান তিনি।
যুবলীগের নেতৃত্বে সংগঠিত এই মিছিল সম্পর্কে ফরিদপুর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান কোনো তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি। তবে, ফরিদপুর শহর বা শহরতলীতে কোথাও আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিল সংগঠিত হওয়ার খবর শুনেননি বলেও জানান তিনি।

(আরআর/এসপি/এপ্রিল ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test